Huma Qureshi

হুমার বাগ্‌দানের খবরে তোলপাড় গোটা বলিউড, এ দিকে দক্ষিণ কোরিয়া থেকে কী বার্তা নায়িকার?

সলমন খানের ছোটভাই সোহেল খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে গত দু’বছর ধরে চর্চা চলছিল। তা হলে সত্যিই কি বাগ্‌দান সারলেন হুমা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩
Share:

কী বললেন হুমা? ছবি: সংগৃহীত।

‘সবাই শান্ত হন’, এই বলে নীরবতা ভাঙলেন অভিনেত্রী হুমা কুরেশি। দু’দিন আগের কথা। আচমকাই শোনা গিয়েছিল বাগ্‌দান সেরেছেন বলি-নায়িকা। তার আগে শোনা গিয়েছিল, সলমন খানের ভাই সোহেল খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু তা নিয়েও কোনও কথা বলেননি তিনি। এ সব জল্পনার মাঝে ইঙ্গিতপূর্ণ লেখা ভাগ করে নিলেন হুমা।

Advertisement

ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি একটি খাবারের ছবি দিয়েছেন। তার উপরে লিখেছেন, “সবাই শান্ত থাকুন। নিজের কাজে মন দিন। আমি এই দক্ষিণ কোরিয়ায় এসে পৌঁছোলাম।” নায়িকার বাগ্‌দানের যত জল্পনা, তার সূত্রপাত তাঁদের ঘনিষ্ঠ এক বন্ধুর পোস্ট থেকে। অভিনয় প্রশিক্ষক রচিত সিংহের সঙ্গে নাকি সম্প্রতি আংটিবদল করেছেন অভিনেত্রী। খবরটি প্রকাশ্যে আনেন হুমা ও রচিতের ঘনিষ্ঠ বন্ধু আকশা সিংহ।

আকশা তাঁর ইনস্টা স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানেই রচিত এবং হুমাকে রংমিলান্তি কালো পোশাকে দেখা গিয়েছিল। তাতে আকশার লেখা ক্যাপশন দেখে জল্পনার সূত্রপাত। হুমা-রচিতের ছবি দিয়ে তিনি লিখেছিলেন, “তোমাদের ছোট্ট স্বর্গরাজ্যের জন্য শুভেচ্ছা। আজকের রাতটা দারুণ কাটুক।” ছবিতে হুমার অনামিকায় হিরের আংটি দেখে অনেকেই তাই বলাবলি শুরু করেন, এ বার হয়তো সংসারী হচ্ছেন হুমা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement