Amitabh Bachchan

১০ বছরের বালকের উদ্ধত আচরণ ‘সহ্য’ করেছেন! এর মধ্যে অমিতাভ নিজেই কেন প্রকাশ্যে ক্ষমা চাইলেন?

১০ বছরের ঈশিত ভট্টের আচরণ রূঢ় মনে হয়েছে নেটাগরিকের। কটাক্ষের শিকার হচ্ছে সেই বালক। অন্য দিকে ধৈর্য রাখার জন্য প্রশংসিত হচ্ছেন বিগ বি। তবে এর মধ্যেই প্রকাশ্যে ক্ষমা চাইলেন অমিতাভ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১২:৫৯
Share:

ইশিত ভট্টকে নিয়ে চর্চার মাঝেই ক্ষমা চাইলেন অমিতাভ নিজে। ছবি: সংগৃহীত।

চর্চায় অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’। অমিতাভ বচ্চনের সঙ্গে ১০ বছরের ঈশিত ভট্টের আচরণ রূঢ় মনে হয়েছে নেটাগরিকের। কটাক্ষের শিকার হচ্ছে সেই বালক। অন্য দিকে ধৈর্য রাখার জন্য প্রশংসিত হচ্ছেন বিগ বি। তবে এর মধ্যেই প্রকাশ্যে ক্ষমা চাইলেন অমিতাভ। কিন্তু কেন?

Advertisement

গত ১১ অক্টোবর জন্মদিন ছিল অমিতাভের। জন্মদিনে বহু মানুষের শুভেচ্ছাবার্তা পেয়েছেন তিনি। কিন্তু উত্তর দিতে পারেননি সকলকে। তার উপর ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এই বিতর্ক নিয়েও ব্যস্ততা ঘিরে রেখেছিল তাঁকে। তাই নিজের ছবি ভাগ করে নিয়ে অমিতাভ লেখেন, “আমাকে অনেকেই ১১ অক্টোবর শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু আমি তাঁদের উত্তর দিতে পারিনি। তাঁদের সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমার মোবাইল ফোনটায় কিছু সমস্যা শুরু হয়েছে। তাই আমি কাউকে আর উত্তর দিতে পারিনি। প্রত্যেককে আমার তরফ থেকে কৃতজ্ঞতা ও ভালবাসা জানাই।”

সাধারণত, মোবাইল ফোন ও সমাজমাধ্যমে সক্রিয় থাকেন অমিতাভ। নিয়মিত ব্লগ লেখেন। ফোনে বার্তা এলে দ্রুত উত্তরও দিয়ে থাকেন অমিতাভ। তাঁকে নিয়ে অনিরুদ্ধ রায়চৌধুরীও বলেছেন, “প্রায় ১০ বছর হয়ে গেল, ওঁর সঙ্গে কাজ করেছিলাম। তার পরেও এমন এক দিনও হয়নি যে ওঁকে মেসেজ পাঠিয়েছি, কিন্তু স্যর উত্তর দেননি।”

Advertisement

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে বিগ বি-র সামনে বসে দশ বছরের বালক নিজেকে ক্রমশ জাহির করে গিয়েছেন। তাঁর মধ্যে ঔদ্ধত্যও দেখা গিয়েছে বলে নেটাগরিকের দাবি। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত শান্ত ছিলেন অমিতাভ। মুখেও ছিল হাসি। এমন ধৈর্যের জন্য প্রশংসিত হয়েছেন বর্ষীয়ান তারকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement