Gulabo Sitabo

প্রকাশ্যে ‘গুলাবো সিতাবো’র ট্রেলার, আধ ঘন্টায় ভিউজ ছাড়াল এক লক্ষের বেশি 

লাইক পড়েছে ১১ হাজারেরও বেশি, আর অপছন্দ?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২০ ১৭:০৮
Share:

ছবির একটি দৃশ্যে আয়ুষ্মান এবং অমিতাভ।

উত্তেজনা ছিল প্রথম থেকেই। হাজার হোক লকডাউনে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবির ট্রেলার বলে কথা। অবশেষে প্রকাশ্যে সুজিত সরকারের ছবি ‘গুলাবো সিতাবো’-র ট্রেলার।
আর মুক্তি পেতেই তাক লাগিয়ে দিয়েছে সেই ট্রেলার। এক দিনে আয়ুষ্মান খুরানা আর অমিতাভ বচ্চনের ক্ষুরধার অভিনয় অন্যদিকে সুজিতের মারাকাটারি পরিচালনা। ফ্যানেরা যেন হাতে মোবাইল নিয়ে বসেই ছিলেন ট্রেলার দেখার অপেক্ষায়। সেই কারণেই আধ ঘন্টার মধ্যে ওই ছবির ট্রেলারের ভিউজ ছাড়িয়েছে এক লক্ষ। লাইক পড়েছে ১১ হাজারেরও বেশি, আর অপছন্দ? এখনও পর্যন্ত মাত্র ১৯১ জনের।

Advertisement


আয়ুষ্মান এবং অমিতাভের কেমিস্ট্রি ট্রেলারেই তাক লাগিয়ে দেয়। অমিতাভ বাড়িওয়ালা, নিঃসন্তান, খানিক খিটখিটে। কিন্তু বাড়ির প্রতি অসম্ভব ভালবাসা তাঁর। বাড়ি বেচবার কথা শুনলেই বুকের বাঁ দিকটা চিনচিন করে ওঠে তাঁর। অন্য দিকে আয়ুষ্মান তাঁর ভাড়াটে। অমিতাভের সঙ্গে তাঁর নিত্যদিনের খিটিমিটি লেগেই রয়েছে। আয়ুষ্মান যদি বা কখনও বাড়ি বেচবার কথা বলেন, তেড়েফুঁড়ে ওঠেন তিনি। তার পর কী হয় তা জানতে আপনাকে অপেক্ষা করতে হবে জুন মাসের ১২ তারিখ অবধি। কারণ সে দিনই ওয়েব প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে এই ছবি।

দেখুন ট্রেলারটি

Advertisement


মানুষ আর কি সিনেমা হলে গিয়ে ছবি দেখবে? সঙ্গে নেবে খানিক পপকর্ণ অথবা ন্যাচোস? সে সব প্রশ্ন এখন থাক। করোনা-লকডাউন যেন সব হিসেব গুলিয়ে দিয়েছে। দীর্ঘ দু’মাস যাবত সিনেমা হল বন্ধ। বিরাট ক্ষতির মুখে বিভিন্ন ছবির প্রযোজকরা। কতদিনই বা আর বসে থাকা যায়? তাই পরিচালক-প্রযোজকরা আর সিনেমা হল খোলার অপেক্ষা না করে ঝুঁকেছেন অনলাইন প্ল্যাটফর্মের দিকেই। তা নিয়ে যদিও প্রোডিউসারস গিল্ড এবং বিভিন্ন মাল্টিপ্লেক্স কর্তাদের মধ্যে ঝামেলাও বেঁধেছিল বিস্তর। তবে সে সব বিতর্ককে দূরে রেখে অবশেষে ছোট পর্দায় প্রথম বার আসতে চলেছে ‘গুলাবো সিতাবো’, লিস্টে রয়েছে, ‘লক্ষ্মী বম্ব’, ‘শকুন্তলাদেবী’ সহ একগুচ্ছ সিনেমা।

আরও পড়ুন- আয়ুষ্মান, তুমি সুজিতের চারটে ছবি করে নিজেকে ‘বস’ ভাবছ: অমিতাভ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন