Entertainment News

বিনোদের কথা লিখতে গিয়ে ইমোশনাল হলেন অমিতাভ

গত বৃহস্পতিবার সেই সময় ‘সরকার থ্রি’-র প্রোমোশনাল ইভেন্টে ব্যস্ত ছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু বিনোদ খন্নার প্রয়াণের খবর পাওয়ার পর আর এক মুহূর্ত দেরি করেননি। সোজা পৌঁছেছিলেন হাসপাতালে। সেখান থেকে শ্মশান পর্যন্ত শেষযাত্রাতেও উপস্থিত ছিলেন বিগ বি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ১৮:৩৭
Share:

গত বৃহস্পতিবার সেই সময় ‘সরকার থ্রি’-র প্রোমোশনাল ইভেন্টে ব্যস্ত ছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু বিনোদ খন্নার প্রয়াণের খবর পাওয়ার পর আর এক মুহূর্ত দেরি করেননি। সোজা পৌঁছেছিলেন হাসপাতালে। সেখান থেকে শ্মশান পর্যন্ত শেষযাত্রাতেও উপস্থিত ছিলেন বিগ বি। শুধু কলিগ নন, শুধু বন্ধু নন, অমিতাভের কাছে বিনোদ ছিলেন আরও বেশি কিছু।

Advertisement

আরও পড়ুন, বিনোদের শেষকৃত্যে অনুপস্থিত নতুন প্রজন্মের তারকাদের ‘চামচা’ বললেন ঋষি

সোশ্যাল মিডিয়ায় শাহেনশা লিখেছেন, ‘উনি যেভাবে হাঁটতেন, সেভাবে আর কেউ হাঁটে না। ঘরভর্তি লোকের মধ্যেও ওঁর যে জোরালো উপস্থিতি ছিল তা কারও ছিল না। চারপাশে বাকিদের যে ভাবে আলোকিত করে রাখতেন, তেমন ক্ষমতা আর কারও নেই।’

Advertisement

আরও পড়ুন, দুই বন্ধু ফিরোজ-বিনোদের মৃত্যুতেও আশ্চর্য মিল! অবাক হয়ে যাবেন

বহু ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন অমিতাভ-বিনোদ। ‘অমর-আকবর-অ্যান্টনি’ মতো ছবি আজও সিনেপ্রেমীদের প্রশংসা পায়। অমিতাভ শেয়ার করেছেন, ‘‘১৯৬৯। বান্দ্রার অজন্তা আর্টস অফিসে আমি প্রথম ওঁকে দেখি। সুদর্শন এক তরুণ। আমি তখন কাজ খুঁজতে গিয়েছিলাম। আমাকে দেখে সুন্দর করে হেসেছিলেন। তখন তিনি ‘মন কা মিত’-এ মতো ছবি করছেন। আর আমি স্ট্রাগল করছি। যেখানে হোক একটা চরিত্রে সুযোগ পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি।’’

‘অমর আকবর অ্যান্টনি’র দৃশ্যে বিনোদ, অমিতাভ ও ঋষি।

অমিতাভের মতে, বড় তারকা হলেও সকলের সঙ্গে খুব সহজ ভাবে মিশতে পারতেন বিনোদ। অমিতাভের কেরিয়ারের শুরুর দিকেও বিনোদ খুব সহজেই তাঁকে আপন করে নিয়েছিলেন। পরে এতটাই বন্ধুত্ব হয়ে যায় যে, এক মেকআপ রুম হোক বা একই লাঞ্চ দু’জনেই অবলীলায় শেয়ার করতেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন