অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।
বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। গত ১১ অক্টোবর ৮৩-তে পা দিয়েছেন অভিনেতা। এখনও যেন তিনি যুবক। বড়পর্দা থেকে ছোটপর্দা, দু’জায়গায় চুটিয়ে কাজ করছেন তিনি। তাঁর পরিবারে তিনি ছাড়াও রয়েছেন স্ত্রী জয়া বচ্চন, পুত্র অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চনের মতো তারকা। এমন বাড়ির কর্মচারীদের জন্য দীপাবলির উপহারকে কেন্দ্র করে সমালোচনার শিকার বচ্চন পরিবার।
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে, ‘জলসা’র বাইরে বচ্চন পরিবারের নিরাপত্তাকর্মীরা হাতে মিষ্টির বাক্স (যদিও এই ভিডিয়োর সত্যতা আনন্দবাজার ডট কম যাচাই করেনি) নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এমনিতেই অমিতাভ বচ্চনের বাড়ির বাইরে অনুরাগীদের ভিড় থাকে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সেই অনুরাগীদের মধ্যেই একজন ওই নিরাপত্তারক্ষীর হাতে সাধারণ একটা মিষ্টির বাক্স দেখে প্রশ্ন করছেন, আর কী দিলেন ওঁরা (বচ্চন পরিবার)? তাতেই উত্তর আসে, প্রত্যেক কর্মীকে ১০ হাজার টাকা করে দিয়েছেন।
ওই ভিডিয়ো ক্লিপ ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়তেই শুরু হয় নিন্দে-মন্দ। অনেকেই সমাজমাধ্যমে বলাবলি করতে শুরু করেন, ‘‘বলিউডের সব থেকে বড় তারকা কর্মচারীদের মাত্র এই ক’টা টাকা উপহার দেন!’’ অনেকেই প্রশ্ন তোলেন বচ্চন পরিবারের মানসিকতা নিয়ে। শোনা যায়, অমিতাভ বচ্চনের নাকি মাসিক আয় ৫ কোটি টাকা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৩৯০ কোটি।
অনেকে লেখেন, ‘‘অমিতাভ বচ্চনের মতো বিরাট তারকা বাড়ির কর্মচারীদের জন্য দীপাবলিতে আরও কিছু দিতে পারতেন।’’ এত সামান্য উপহার তাঁর পক্ষে মানায় না বলেও অনেকে মত দেন।
তবে অনেক অনুরাগী অমিতাভের প্রশংসাও করেছেন, দীপাবলিতে কর্মচারীদের প্রতি এই সৌজন্য দেখানোর জন্য।
সমাজমাধ্যমে এ নিয়ে বিতর্ক হলেও এখনও পর্যন্ত বিগ-বি’র তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।