Entertainment News

সত্যিই কি আত্মহত্যার চেষ্টা করেছিলেন ঐশ্বর্যা? অমিতাভ বললেন…

কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ঐশ্বর্যা রাই। পারিবারিক সমস্যার জেরেই তিনি নাকি সম্প্রতি নিজের জীবন শেষ করতে চেয়েছিলেন। গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এই ভুয়ো খবর ভাইরাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ২০:২১
Share:

কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ঐশ্বর্যা রাই। পারিবারিক সমস্যার জেরেই তিনি নাকি সম্প্রতি নিজের জীবন শেষ করতে চেয়েছিলেন। গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এই ভুয়ো খবর ভাইরাল। গত সোমবার মুম্বইতে একটি অনুষ্ঠানে অমিতাভের কাছে সরাসরি এই খবরের সত্যতা জানতে চাওয়া হয়। এক সাংবাদিক প্রশ্ন করেন, সত্যিই কি আত্মহত্যার চেষ্টা করেছিলেন ঐশ্বর্যা? অমিতাভের উত্তরের জন্য যখন উপস্থিত সকলে অপেক্ষা করছেন, অমিতাভ প্রশ্নকর্তা সাংবাদিকের দিকে এক ঝলক তাকিয়ে স্মিত হাসেন। তার পর কোনও উত্তর না দিয়েই অন্য প্রসঙ্গে চলে যান।
গত ২ ডিসেম্বর ‘আউটলুক পাকিস্তান’ নামের একটি ওয়েবসাইটে ঐশ্বর্যাকে নিয়ে ওই ভুয়ো খবর প্রথম প্রকাশিত হয়। নির্দিষ্ট কোনও সূত্রের নাম না করে সেখানে সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর হিসেবে ঐশ্বর্যার আত্মহত্যার চেষ্টার সংবাদটি করা হয়। সেখানে লেখা হয়, পারিবারিক সমস্যা থেকে মুক্তি পেতে বেশ কড়া ডোজের ঘুমের ওষুধ খান ঐশ্বর্যা। তাঁকে অচৈতন্য অবস্থায় দেখে পরিবারের লোকজন তড়িঘড়ি চিকিত্সক ডেকে আনেন। শেষে পাকস্থলী পরিষ্কার করে তাঁকে বাঁচিয়ে তোলেন চিকিত্সকেরা। কিন্তু, এই খবরের সত্যতা অন্য কোথাও স্বীকার করা হয়নি। বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, এ খবর সম্পূর্ণ মিথ্যা। এমন কোনও ঘটনাই ঘটেনি। এমনকী গত রবিবার রাতে ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রের জন্মদিনের পার্টিতে অভিষেক বচ্চনের সঙ্গেও ঐশ্বর্যাকে দেখা যায়।

Advertisement

আরও পড়ুন, ঐশ্বর্যা রাইয়ের আত্মহত্যার চেষ্টার ভুয়ো খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement