অতুল্য ভারতের নতুন মুখ অমিতাভ, সঙ্গী প্রিয়াঙ্কা

সব জল্পনার অবসান। আমিরের বদলে এ বার ‘অতিথি দেবো ভবঃ’ বলবেন অমিতাভ বচ্চন। তাঁর সঙ্গী আর এক বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৬ ১৮:৫০
Share:

সব জল্পনার অবসান। আমিরের বদলে এ বার ‘অতিথি দেবো ভবঃ’ বলবেন অমিতাভ বচ্চন। তাঁর সঙ্গী আর এক বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপরা।

Advertisement

আমির খানকে হঠিয়ে সরকারের ‘অতুল্য ভারত’ প্রচারের মুখ হচ্ছেন অমিতাভ। এই খবরটা বেশ কিছু দিন ধরেই হাওয়ায় ভাসছিল। এ বার সেই খবরেই পাকাপাকি শীলমোহর দেওয়া হল কেন্দ্র সরকারের পক্ষ থেকে। চমক বলতে শুধু শাহেনশাহর সঙ্গে প্রিয়াঙ্কার নাম ঘোষণা।

কিছু দিন আগেই অসহিষ্ণুতা প্রসঙ্গে মুখ খুলে সরকারের বিরাগভাজন হয়েছিলেন আমির। বিজেপি নেতা মন্ত্রীরা রে রে করে আওয়াজ তুলে ছিলেন। গত এক দশক ধরে ‘অতুল্য ভারত’-এর মুখ আমির। তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হওয়ার পরেই আমিরের সঙ্গে চুক্তি শেষ করে সরকার। সরাসরি স্বীকার না করলেও আমিরের অবস্থানের জেরেই যে তাঁকে সরতে হল, সে বিষয়ে এক প্রকার নিশ্চিত ওয়াকিবহল মহল।

Advertisement

আরও পড়ুন- অতীত নিয়ে খোঁচা, সানি বললেন কোনও অনুতাপ নেই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের ব্র্যান্ড অ্যাম্বাসাডার অমিতাভ বচ্চন। আমিরের পর স্বাভাবিক ভাবে‌ই ‘অতুল্য ভারত’-এর মুখ হিসেবে উঠে এসে ছিল তাঁর নাম। বাস্তবে হলও তাই। এ বার থেকে ভারতে বিদেশি পর্যটক টানার দায়িত্ব বর্তাল তাঁর এবং প্রিয়াঙ্কার কাঁধেই।



(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন