Aishwarya Rai Bachchan

প্রসববেদনা সহ্য করেই আরা‌ধ্যার জন্ম দিয়েছেন ঐশ্বর্যা! পুত্রবধূ সম্পর্কে কেন এমন মন্তব্য অমিতাভের?

সন্তান জন্মের জন্য কোনও ধরনের ব্যথা নিরোধক ওষুধ বা ইঞ্জেকশন ব্যবহার করেননি ঐশ্বর্যা, যাতে নিম্নাঙ্গ অসাড় হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ১৬:০৮
Share:

ঐশ্বর্যার প্রসববেদনা সহ্য করে সন্তান জন্মের পক্ষে ছিলেন অমিতাভ! ছবি: সংগৃহীত।

মেয়ে আথিয়া শেট্টির সন্তানপ্রসব প্রসঙ্গে সুনীল শেট্টির বিতর্কিত মন্তব্যের পর থেকেই আলোচনায় উঠে এসেছে সি-সেকশন বিষয়টি। অভিনেতা দাবি করেছিলেন, সন্তান জন্মের জন্য মেয়ে আথিয়া ‘আরামদায়ক’ সি-সেকশনের সাহায্য নেননি। প্রসববেদনা সহ্য করেই সন্তান জন্ম দেন। এ কারণে মেয়েকে বাহবা দেন সুনীল।

Advertisement

তবে একা সুনীল নয়, আরাধ্যা বচ্চনের জন্মের পর অমিতাভ বচ্চনও পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চনের প্রশংসা করেছিলেন। বিগ-বি দাবি করেছিলেন সন্তানপ্রসবের জন্য কোনও ধরনের ব্যথা নিরোধক ওষুধ খাননি কিংবা কোনও ধরনের ইঞ্জেকশন ব্যবহার করেননি, যার সাহায্যে তাঁর নিম্নাঙ্গ অসাড় হয়ে যায়।

২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন ঐশ্বর্যা ও অভিষেক। ২০১১ সালে জন্ম আরাধ্যার। তার পর থেকেই অভিনয়ের কাজ কমিয়ে দেন ঐশ্বর্যা। তাঁর ধ্যানজ্ঞান হয়ে ওঠে মেয়ে। মাস কয়েক আগেই ১৩ বছরে পা দিয়েছে আরাধ্যা। যদিও ঐশ্বর্যার বিয়ে থেকে আরাধ্যার জন্ম নিয়ে সংবাদমাধ্যমের বাড়তি উৎসাহ ছিল। সেই সময় আরাধ্যার জন্মের খবর যেন ছিল অন্যতম চর্চার বিষয়।

Advertisement

আরাধ্যা জন্মের পর অমিতাভ সাংবাদিক সম্মেলনে বলেন, “ওঁর বেশ কষ্টই হয়েছে। কিন্তু ওঁর ধৈর্যের জন্য সাধুবাদ জানাচ্ছি। কারণ প্রায় ৩ ঘণ্টা ধরে টানা প্রসববেদনা সহ্য করেছে। কিন্তু বিচলিত হয়নি। কারণ ও স্বাভাবিক উপায়ে সন্তানের জন্ম দিতে চেয়েছিল। তাই কোনও ওষুধও খায়নি, কিংবা কোনও ভাবে নিজেকে সংজ্ঞাহীন করেনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement