Entertainment news

‘প্রিয়জন বা সহকর্মীর চলে যাওয়া’ বলে জল্পনা বাড়ালেন অমিতাভ

অসুস্থ বিনোদ খন্নাকে নিয়ে নানা রকম খবরে এখন দিশেহারা দেশের সিনেমাপ্রেমীরা। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একটি ছবি অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে তাঁর ভক্তদের মধ্যে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ১২:৩৭
Share:

ফাইল চিত্র।

অসুস্থ বিনোদ খন্নাকে নিয়ে নানা রকম খবরে এখন দিশেহারা দেশের সিনেমাপ্রেমীরা। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একটি ছবি অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে তাঁর ভক্তদের মধ্যে। শোনা যায়, ইউরিনারি ব্লাডার ক্যানসারে আক্রান্ত বর্ষীয়ান এই অভিনেতা৷ ‘বিনোদ খন্না প্রয়াত’ এমন খবরও ছড়ায় স্যোশাল মিডিয়ায়। খবরের সত্যতা অস্বীকার করা হয় বিনোদের পরিবারের পক্ষ থেকে। হাসপাতালও কোনও বিবৃতি দিতে অস্বীকার করে। এই পরিস্থিতিতে তাঁর সমসাময়িক অভিনেতা এবং তাঁর বন্ধু অমিতাভ বচ্চনের একটি টুইটে বিনোদ খন্নার মৃত্যু নিয়ে ধোঁয়াশা আরও বাড়াল দেশ জুড়ে।

Advertisement

আরও পড়ুন: বাবার শেষ কাজ করতে ম্যাঙ্গালোর গেলেন ঐশ্বর্যা

বিগ বি তাঁর টুইটে লিখেছেন, “কি অদ্ভুত না, নিজের প্রিয়জনের বা সহকর্মীর চলে যাওয়ার ঘটনা নিজের আয়ু নিয়ে ভাবতে বাধ্য করে।” সরাসরি বিনোদ খন্নার নাম না নিলেও অমিতাভ বচ্চনের এই টুইট সত্তর বছরের অসুস্থ অভিনেতা বিনোদ খন্নার মৃত্যু নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। তা হলে কি সত্যিই আমাদের মধ্যে আর নেই বিনোদ খন্না! নিজের প্রিয়জনের বা সহকর্মী বলতে কি তা হলে বিনোদ খন্নার কথাই বলেছেন অমিতাভ? এ প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

Advertisement

বিনোদ-ভক্তদের চরম উৎকণ্ঠা বাড়ানো অমিতাভ বচ্চনের সেই টুইটটি দেখে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement