Entertainment News

কৌন বনেগা ক্রোড়পতি ভক্তদের জন্য দুঃসংবাদ!

২৮ অগস্ট শুরু হয়েছিল কৌন বনেগা ক্রোড়পতির নবম সিজন। শুরুর এপিসোড থেকেই চড়া টিআরপি বিগ বি’র এই গেম শো-এর। ছিল ভরপুর চমকও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৭ ১৬:৩১
Share:

বিগ বি’র কেবিসি ফ্যানেরা এ খবর জেনে নিন।

আপনি কি কৌন বনেগা ক্রোড়পতির ফ্যান? তবে এই খবরটি জেনে নিন।

Advertisement

২৮ অগস্ট শুরু হয়েছিল কৌন বনেগা ক্রোড়পতির নবম সিজন। শুরুর এপিসোড থেকেই চড়া টিআরপি বিগ বি’র এই গেম শো-এর। ছিল ভরপুর চমকও। এ বারের সিজনে প্রথম কোটিপতি হয়েছেন জামশেদপুরের বাঙালি অনামিকা মজুমদার। এ ছাড়া বহু সেলিব্রিটিও এসেছেন এই সিজনে।

আরও পড়ুন, ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কেরিয়ার শুরু করেছেন এই বলি অভিনেতারা

Advertisement

আরও পড়ুন, শাহরুখের মন্নতে দিওয়ালির প্রি-সেলিব্রেশন, দীর্ঘ অতিথি তালিকা

খেলার নিয়মে বিশেষ কোনও পরিবর্তন না হলেও, শো-এর গতি অনেকটাই বাড়ানো হয়েছে। জ্যাকপট প্রশ্নের অর্থমূল্য বাড়িয়ে করা হয়েছে সাত কোটি টাকা।সব মিলিয়ে অমিতাভের কৌন বনেগা ক্রোড়পতি কিন্তু দর্শকদের ‘হট ফেভারিট’।

কিন্তু এই অনুষ্ঠান আর বেশিদিন চলবে না। সূত্রের খবর, কৌন বনেগা ক্রোড়পতি সিজন ৯-এর শেষ এপিসোড আগামী ২৩ অক্টোবর।

২৩ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ওই চ্যানেলে শুরু হবে দু’টি নতুন ধারাবাহিক। স্পটবয়-এর খবর অনুযায়ী ওই স্লটে শুরু হবে বিতর্কিত ধারাবাহিক ‘পহেরেদার পিয়া কি’র সিকুয়েল ‘রিসতে লিখেঙ্গে হাম নয়ে’। এর পর দেখানো হবে অভিনেতা জায়েদ খানের নতুন টিভি শো ‘হাসিল’ এবং‘এক দিওয়ানা থা’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement