দু’টি ফ্ল্যাট বিক্রি করলেন অমিতাভ। ছবি: সংগৃহীত।
গত বছর থেকে পর পর বেশ কয়েকটি জমি ও বাড়ি কিনেছেন অমিতাভ বচ্চন। কিন্তু এ বার একসঙ্গে দুটি বিলাসবহুল বাড়ি বেচে দিলেন বলিউডের শাহেনশাহ। কিন্তু কেন?
গত এক বছরে বাড়ি ও জমি কিনেছেন বহু বলিউড তারকা। বিশেষজ্ঞদের মত, জমিবাড়ির পিছনে খরচই সবচেয়ে বড় বিনিয়োগ। অমিতাভ তাঁর মুম্বইয়ের গোরেগাঁও-এর দুটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন। পূর্ব গোরেগাঁও-এর বিলাসবহুল আবাসনে ছিল এই দুই ফ্ল্যাট। ২০১২ সালে এই দুই ফ্ল্যাট ৮.১২ কোটি টাকা দিয়ে কিনেছিলেন অমিতাভ।
১৩ বছর পরে এই ফ্ল্যাট দুটি বিক্রি করে বড় অঙ্ক লাভ করেছেন অমিতাভ। এক একটি ফ্ল্যাট ৬ কোটি টাকায় বিক্রি করেছেন তিনি। অর্থাৎ দুটি ফ্ল্যাট মোট ১২ কোটি টাকায় বিক্রিয় করেছেন তিনি। অমিতাভ এই ফ্ল্যাট দু’টি যে দামে কিনেছিলেন, তার চেয়ে ৪৭ শতাংশ বেশি টাকায় বিক্রি করেছেন।
৩১ অক্টোবর প্রথম ফ্ল্যাটটি বিক্রি হয়েছে এবং ৩০.৩ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি হয়েছে। পরের ফ্ল্যাটটি বিক্রি হয়েছে ১ নভেম্বর। দুটি ফ্ল্যাটের সঙ্গেই রয়েছে গাড়ি রাখার জায়গা। ২০২৫ সালের জানুয়ারি মাসে আন্ধেরিতে ৫,১৮৫ বর্গফুটের ডুপ্লেক্স ফ্ল্যাটও বিক্রি করেছিলেন অমিতাভ। ৮৩ কোটি টাকায় সেই ফ্ল্যাট বিক্রি করে দেন তিনি।
অমিতাভের মতোই পুত্র অভিষেক বচ্চনেরও জমিবাড়ির উপর বিনিয়োগে বিশেষ আগ্রহ রয়েছে। ২০২৪ সালে মুম্বইয়ের এক বহুতলে একসঙ্গে ছ’টি ফ্ল্যাট কিনেছিলেন অভিষেক। ১৫.৪২ কোটি টাকা দিয়ে ওই ছ’টি ফ্ল্যাট কেনেন তিনি। এ ছাড়াও মুম্বইয়ের এক বহুতলে বাবা ও ছেলের যৌথ ভাবে ১০টি ফ্ল্যাট রয়েছেন। এই ১০টি ফ্ল্যাট ২৪.৯৪ কোটি টাকা দিয়ে কিনেছিলেন তাঁরা।