সেলিনা জেটলির বাই বিক্রান্ত আটকে রয়েছেন আরবে। ছবি: সংগৃহীত।
বেআইনি ভাবে সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে রাখা হয়েছে ভাইকে, এমনই অভিযোগ। সাহায্য চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন সেলিনা জেটলি। অভিনেত্রীর আর্জি, তাঁর ভাই বিক্রান্ত জেটলিকে যেন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যথাযথ আইনি ও চিকিৎসা সংক্রান্ত সহায়তা করা হয়।
গত বছর সেপ্টেম্বর মাস থেকে আরবে আটক রয়েছেন বিক্রান্ত। ১৪ মাস হয়ে যাওয়ার পরে দিল্লি হাই কোর্টের কাছে সাহায্য চেয়েছেন সেলিনা। অভিনেত্রীর দাবি, তাঁর ভাইকে বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রকের হয়ে আইনজীবী নিধি রমন জানিয়েছেন, একটি মামলায় জড়িয়েছেন বিক্রান্ত। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে তাঁর সুরক্ষার জন্য অনবরত বিক্রান্তের স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্রীয় মন্ত্রক। বিচারপতি সচিন দত্তের আদালতে বিষয়টি জানিয়েছেন নিধি। সেলিনার ভাইয়ের খোঁজখবর নিয়মিত রাখা হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেছেন।
তবে সেলিনা এই দাবি মানতে নারাজ। তিনি জানিয়েছেন, এক বছর হয়ে গিয়েছে। কিন্তু ভাইয়ের আইনি অবস্থান এখন ঠিক কী, তা নিয়ে কোনও খবর তাঁর কাছে নেই। ভাইয়ের সঙ্গে কথা বলা বা কোনও রকম যোগাযোগের ব্যবস্থাও করা হয়নি বলে জানিয়েছেন সেলিনা। দুই পক্ষের বক্তব্য শুনেছে দিল্লি হাই কোর্ট। ভাইয়ের সঙ্গে সেলিনার যাতে যোগাযোগ করানো যায়, সেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি ঘটনায় নাম জড়ায় বিক্রান্তের। তখন গ্রেফতার করা হয় তাঁকে। তবে বিক্রান্তের পরিবারের দাবি, তাঁকে সম্পূর্ণ বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে। এমনকি, যথাযথ চিকিৎসা ব্যবস্থা নেই এবং আইনি সহায়তাও করা হচ্ছে না।