Amitabh Bachchan

‘অভিমান’-এর স্বত্ব কার? আজও জানেন না অমিতাভ

সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ লেখেন, ‘ছবিটার ৪৪ বছর হয়ে গেল। আমার আর জয়ার কেরিয়ারের খুব স্মরণীয় ছবি।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৭ ১৮:১৮
Share:

অমিতাভ-জয়ার ‘অভিমান’। ছবি: সংগৃহীত।

‘অভিমান’। নামটা বললেই সিনে-প্রেমীদের মনে পড়ে অমিতাভ-জয়ার জুটির কথা। তাঁদের প্রেম, অভিমান, জার্নি…। ৪৪ বছর আগে ২৭ জুলাই হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল ছবিটি। কিন্তু ছবিটির স্বত্ব কার, তা আজও জানেন না অমিতাভ।

Advertisement

আরও পড়ুন, বয়ফ্রেন্ডের সঙ্গে সোনমের বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ্যে

সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ লেখেন, ‘ছবিটার ৪৪ বছর হয়ে গেল। আমার আর জয়ার কেরিয়ারের খুব স্মরণীয় ছবি। হৃষিদার অসাধারণত্ব…দ্য মাস্টার এসডি বর্মনের মিউজিক এবং কিছু অসাধারণ প্রতিভার সমন্বয় ছিল ওই ছবিতে। আমাদের প্রোডাকশনের নাম ছিল অমিয়া। অমিতাভের ‘অমি’ আর জয়ার ‘আ’।…কিন্তু ছবির রাইটস্ এখন কার কাছে রয়েছে জানি না।’

Advertisement

আরও পড়ুন: অভিনয় করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন বিগ বি!

‘অভিমান’ নিয়ে টুইটও করেছেন শাহেনশা। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর কত স্মৃতি জড়িয়ে রয়েছে এই ছবির সঙ্গে। তার জবাবে আবার কর্ণ জোহর টুইট করেছেন, ‘আমার অন্যতম পছন্দের ছবি অমিত আঙ্কেল…আমি যত বার দেখি তত বার কেঁদে ফেলি…স্মরণীয় মিউজিক এবং পারফরম্যান্স।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement