তদন্তকারীর চরিত্রে অমিতাভ বচ্চন

ছবির নাম আপাতত রাখা হয়েছে ‘বদলা’। শুটিং শুরু হবে লন্ডনে। তাপসীর ভূমিকা সম্পর্কে অবশ্য এখনও কিছু জানা যায়নি। 

Advertisement
শেষ আপডেট: ০২ জুন ২০১৮ ০০:২২
Share:

অমিতাভ

সুজয় ঘোষের পরের থ্রিলার ছবিতে অমিতাভ বচ্চন এবং তাপসী পান্নু রয়েছেন, সে কথা এত দিনে পুরনো। কিন্তু সুজয় যেখানে ছবি মুক্তি না পাওয়া পর্যন্ত সে বিষয়ে সব খুঁটিনাটিই প্রায় চেপে রাখতে চান, এ বার বোধহয় তার শেষরক্ষা হল না। ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে জোর খবর, অমিতাভ এই ছবিতে এক জন ইনভেস্টিগেটিভ অফিসারের চরিত্র করছেন। ছবির নাম আপাতত রাখা হয়েছে ‘বদলা’। শুটিং শুরু হবে লন্ডনে। তাপসীর ভূমিকা সম্পর্কে অবশ্য এখনও কিছু জানা যায়নি।

Advertisement

ছবিটি একটি স্প্যানিশ ব্লকবাস্টার থেকে অনুপ্রাণিত। নাম ‘কনত্রাতিয়েম্পো’। ইংরেজিতে এই ছবিটি মুক্তি পায় ‘দি ইনভিজ়িবল গেস্ট’ নামে। যাঁরা মূল ছবি দেখেছেন, তাঁরা ইতিমধ্যেই ছবির সাসপেন্স কোন জায়গায়, সেটা জানেন। সেই কারণেই ছবির চিত্রনাট্য খানিকটা বদলেছেন সুজয়। মূল ছবিতে এক জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় তার প্রেমিকাকে খুন করার জন্য। সে-ই আসল খুনি কি না, তাই নিয়ে এগিয়েছে ছবি। সুজয়ের ছবিতে অমিতাভের চরিত্রটিই খুনের রহস্যের কিনারা করবে বলে শোনা যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement