Viral Video

পর্যটকদের সামনে হঠাৎ হাজিরা! পাঁচিলে উঠে পা ছড়িয়ে বসে পড়ল বাঘ, তার পর… রণথম্ভোরের ভিডিয়ো ভাইরাল

বাঘটি পর্যটকদের থেকে ঢিলছোড়া দূরত্বে ছিল। লাফ দিলেই পর্যটকদের ঘাড়ে উঠে পড়তে পারত বাঘটি। কিন্তু তা নিয়ে বাঘের কোনও হেলদোল ছিল না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৪:০৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দুর্গের সামনে ঘোরাঘুরি করছিলেন পর্যটকেরা। কেউ কেউ আবার ছবি তুলতে ব্যস্ত ছিলেন। হঠাৎ পর্যটকদের সামনে হাজিরা দিল মস্ত বড় বাঘ। তা দেখে ভয়ে চমকে উঠলেন পর্যটকেরা। এক লাফ দিলেই পর্যটকদের ঘাড়ে উঠে পড়তে পারত বাঘটি। কিন্তু বাঘমামার মাথায় তখন অন্য ফন্দি। দুর্গের পাঁচিলে উঠে সেখানেই পা ছড়িয়ে বসে পড়ল সে। এক পর্যটকের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ময়াঙ্কশুক্ল_জিএসআই’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুর্গের ধ্বংসাবশেষের সামনে ঘোরাঘুরি করছিলেন পর্যটকেরা। হঠাৎ দুর্গের পাঁচিলে উঠে পড়ে একটি বাঘ। লেজ দুলিয়ে, হাই তুলে পর্যটকদের দিকে তাকিয়ে থাকে সে। বাঘটি পর্যটকদের থেকে ঢিলছোড়া দূরত্বে ছিল। এক লাফ দিলেই পর্যটকদের ঘাড়ে উঠে পড়তে পারত বাঘটি। কিন্তু তা নিয়ে বাঘের কোনও হেলদোল ছিল না। অলস ভাবে পা ছড়িয়ে পাঁচিলের উপর বসে পড়ে সে।

সেই দৃশ্য ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি পর্যটকেরা। সম্প্রতি এই ঘটনাটি রণথম্ভোর দুর্গে ঘটেছে। রণথম্ভোর জাতীয় উদ্যানের অনতিদূরে রয়েছে দুর্গটি। স্থানীয়দের অধিকাংশের দাবি, জঙ্গল থেকে মাঝেমধ্যেই দুর্গের কাছে চলে আসে বন্য জন্তুরা। নিজেদের মতো এলাকা টহল দিয়ে আবার জঙ্গলে ফিরে যায় তারা। পর্যটকদের কোনও ক্ষতি করে না তারা। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ ভাবে বাঘের দেখা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কিন্তু এত কাছাকাছি বাঘ দেখলে আমি বোধ হয় ভয়েই জ্ঞান হারাতাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement