Entertainment News

প্রসেনজিত্‌‌কে নিয়ে টুইট করলেন অমিতাভ

জুটিতে ফিরছেন যশ ও বিরসা। ‘গ্যাংস্টার’-এর পরে তাঁদের নতুন ছবি ‘ওয়ান’। সঙ্গে রয়েছে নুসরতের ম্যাজিক। কিন্তু এ ছবির বড় চমক বোধহয় অন্য কোথাও। যা নিয়ে টুইট করলেন স্বয়ং অমিতাভ বচ্চন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ১২:৪০
Share:

জুটিতে ফিরছেন যশ ও বিরসা। ‘গ্যাংস্টার’-এর পরে তাঁদের নতুন ছবি ‘ওয়ান’। সঙ্গে রয়েছে নুসরতের ম্যাজিক। কিন্তু এ ছবির বড় চমক বোধহয় অন্য কোথাও। যা নিয়ে টুইট করলেন স্বয়ং অমিতাভ বচ্চন।

Advertisement

সদ্য মুক্তি পেয়েছে ‘ওয়ান’-এর ট্রেলর। টুইটে বিগ বি লিখেছেন, ‘বাংলার তারকা প্রসেনজিত্ এবং বন্ধু…।’ সূত্রের খবর, এ ছবিতে প্রসেনজিত্ রয়েছেন একটি নেগেটিভ চরিত্রে। সেখানেই ছবির আসল চমক। ট্রেলর দেখে শুভেচ্ছা জানিয়েছে গোটা টলিউড। দর্শকদের বেশ পছন্দ হয়েছে। কিন্তু খোদ অমিতাভের থেকে বাহবা পাওয়া তো মুখের কথা নয়!

আরও পড়ুন, ‘আমার মৃত্যুর পর সম্পত্তির সমান ভাগ পাবে অভিষেক ও শ্বেতা’

Advertisement

জানা গিয়েছে প্রসেনজিত্ তাঁর সব ছবির ট্রেলর পাঠান সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অমিতাভ বচ্চনকে। ভাল লেগেছে বলেই এই ছবিটা নিয়ে নাকি নিজে থেকেই টুইট করেছেন শাহেনশা। ঘনিষ্ঠ মহলে প্রসেনজিত্ জানিয়েছেন এই টুইট তাঁর কাছে বিরাট সম্মানের।

জানা গিয়েছে প্রসেনজিত্ তাঁর সব ছবির ট্রেলর পাঠান সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অমিতাভ বচ্চনকে। ভাল লেগেছে বলেই এই ছবিটা নিয়ে নাকি নিজে থেকেই টুইট করেছেন শাহেনশা। ঘনিষ্ঠ মহলে প্রসেনজিত্ জানিয়েছেন এই টুইট তাঁর কাছে বিরাট সম্মানের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement