Cyclone Tauktae

Cyclone: ভেসে গিয়েছে বচ্চনের দফতর, শ্রুতির বাড়ির জানলা প্রায় ভাঙার মুখে, টাউটে-র ঝাপটা বলিউডে

অমিতাভ বচ্চন নিজের আলমারি থেকে তাঁর কর্মীদের পোশাক দিয়েছেন বৃষ্টিতে ভিজে যাওয়ার পরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০২১ ১২:৩৩
Share:

অমিতাভ বচ্চন এবং শ্রুতি হাসান।

জলে ভাসছে অমিতাভ বচ্চনের দফতর ‘জনক’। কমল হাসানের কন্যা অভিনেত্রী শ্রুতি হাসান জানালেন তাঁর বাড়ির জানলা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল সোমবার রাতে। মঙ্গলবার সকাল থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হওয়ার পরে নেটমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা জানালেন তারকারা।

Advertisement

আরব সাগরে ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত কেরল, গুজরাত, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো। মুম্বই শহরে একাধিক তারকার বাড়িঘরের উপরে হামলা করেছে টাউট। মঙ্গলবার সকালে নেটমাধ্যম ভর্তি ধ্বংসাবশেষের ছবি ও ভিডিয়ো। কেউ শুধু লিখেও জানালেন অভিজ্ঞতার কথা।

অমিতাভ লিখলেন, ‘ঝড়ের মাঝে এক বার ভূতুড়ে নিস্তব্ধতা তৈরি হয়েছিল। সারা দিন প্রচণ্ড ঝড়, বৃষ্টি, গাছ পড়ে যাওয়া, চার দিকে জল, জনক-এ জল ভর্তি হয়ে যাওয়া— ভয়াবহ! আমার কয়েক জন কর্মী জলে ভিজে গিয়েছিলেন। কারণ তাঁরা যেখানে আশ্রিত ছিলেন, সেই ছাদ উড়ে গিয়েছিল। বৃষ্টিতে ভিজে ভিজে তাঁরা যে ভাবে কাজ করেছেন, তা অনবদ্য। আমার আলমারি থেকে তাঁদের পোশাক দিয়েছি বদলানোর জন্য’।

Advertisement

অন্য দিকে শ্রুতি হাসান কয়েকটি ভিডিয়ো পোস্ট করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘‘ভয়াবহ ঝড়ের মুখে পড়েছিলাম আমরা কাল। গত বছর যখন একা ছিলাম, তখন এ রকম ঝড় হলে খুব ভয়ে পেয়ে যেতাম।’’ শ্রুতি জানালেন, তাঁর বাড়ির জানলা ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল।

অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর তাঁর জানলা দিয়ে একটি ভিডিয়ো করে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ধোঁয়ায় যেন দেখাই যাচ্ছে না বাইরের দৃশ্য।

নেটমাধ্যমে বেশ কিছু ভয়াবহ ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে গুজরাত, মুম্বই ও কেরলের। জলে, ধোঁয়ায় শোচনীয় পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতের পশ্চিম উপকূলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন