Saif Ali Khan attack case

সইফ-কাণ্ডের পরেই প্রাক্তন স্ত্রীর জীবনে বড় বদল! হঠাৎ কেন বাসস্থান বদল অমৃতার?

হামলার ঘটনায় পরেই সইফের বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এর মধ্যেই বড় বদল এল সইফের প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহের জীবনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১০
Share:

সইফ-কাণ্ডের পরেই বড় বদল অমৃতার জীবনে। ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেই সইফ আলি খানের উপর ছুরি-হামলার ঘটনায় ত্রস্ত হয়ে উঠেছিল বলিউড। মধ্যরাতে তারকার বাড়িতে প্রবেশ করেছিলেন এক ব্যক্তি। উদ্দেশ্য ছিল ডাকাতিই। কিন্তু সইফ বাধা দিতেই পাল্টা হামলা করেছিলেন তিনি। ঘটনায় সইফের বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এর মধ্যেই বড় বদল এল সইফের প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহের জীবনে।

Advertisement

ঠিকানা বদল করছেন অমৃতা। মুম্বইয়ের বিলাসবহুল এলাকায় নতুন বাসস্থান কিনলেন অভিনেত্রী। পশ্চিম ভিলে পার্লে এলাকায় পেনিনসুলা বিল্ডিং-এর পাঁচ তলায় এই ফ্ল্যাট কিনেছেন অমৃতা। জানা যাচ্ছে, অমৃতার এই নতুন বাসস্থানের দাম ১৮ কোটি টাকা। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি বাড়ি কেনার সমস্ত প্রয়োজনীয় নথি সংক্রান্ত কাজ মিটিয়েছেন তিনি। ৯০ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি দিয়েছেন তিনি। এই বাড়ি আয়তনে ২,৭১৩ বর্গফুট। প্রতি বর্গফুটের দাম ৬৬,৩৫৯ টাকা। তবে নতুন বাসস্থানে ঠিক কবে থেকে তিনি থাকা শুরু করবেন, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, ১৬ জানুয়ারি সইফের বাড়িতে হামলা করেছিলেন শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি। ঘটনার তিন দিনের মাথায় তিনি পুলিশের জালে ধরা পড়েন। কিন্তু মুম্বই শহরের নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন। আগামী দিনে সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখবেন কি না, তা নিয়েও প্রশ্ন করা হয়েছিল সইফকে। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, “এখন লোকজন আমাকে বলছেন, নিরাপত্তার জন্য বন্দুক নিয়ে ঘুমোনো উচিত। কিন্তু আমার মনে হয় না, আমি সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখব। আমার জীবনযাপনে কোনও পরিবর্তন হবে না। আমার আর কোনও ঝুঁকি রয়েছে বলেও মনে হয় না। এটা একটা ডাকাতির ঘটনা ছিল মাত্র। আমার চেয়ে বরং ওই গরিব মানুষটার (অভিযুক্ত শরিফুল ইসলাম) জীবনটা নষ্ট হয়ে গেল।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement