অভিষেক ব্র্যাঞ্জেলিনার দুই পুত্রের

তাদের বাবা-মা দু’জনেই হলিউডের কেউকেটা। এ বার অভিভাবকদের জুতোয় পা গলালো ম্যাডক্স এবং প্যাক্স। তারা অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিটের দুই পুত্র। হলিউডে অভিষেক হল ম্যাডক্স এবং প্যাক্সের। মা অ্যাঞ্জেলিনা জোলির পরিচালনায় ‘ফার্স্ট দে কিল্ড মাই ফাদার’ ছবিতে হাত পাকাতে দেখা যাবে তাদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৫ ১১:১১
Share:

ছেলে ম্যাডক্সকে সঙ্গে নিয়ে অ্যাঞ্জেলিনা-ব্র্যাড। ছবি: এএফপি।

তাদের বাবা-মা দু’জনেই হলিউডের কেউকেটা। এ বার অভিভাবকদের জুতোয় পা গলালো ম্যাডক্স এবং প্যাক্স। তারা অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিটের দুই পুত্র।

Advertisement

হলিউডে অভিষেক হল ম্যাডক্স এবং প্যাক্সের। মা অ্যাঞ্জেলিনা জোলির পরিচালনায় ‘ফার্স্ট দে কিল্ড মাই ফাদার’ ছবিতে হাত পাকাতে দেখা যাবে তাদের। ৭০’এর দশকে কাম্বোডিয়ায় গণহত্যার উপর লুং উঙের উপন্যাস নিয়ে ছবিটি করছেন অ্যাঞ্জেলিনা। ছবির চিত্রনাট্যও যৌথভাবে লিখছেন তিনি।

দুই ছেলের কাজ নিয়ে কী বলছেন জোলি?

Advertisement

জোলি জানান, পুরো ছবিটা একটি বাচ্চার দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়েছে। প্যাক্স এই ছবিতে স্টিল ফোটোগ্রাফির দায়িত্বে আছে। তবে হলিউডে একেবারে নতুন নয় ম্যাডক্স। এর আগে ‘বাই দ্য সি’ ছবিতে প্রোডাকশন অ্যাসিস্টেন্টের ভূমিকায় দেখা গিয়েছিল ম্যাডক্সকে। ছবিতে অ্যাঞ্জেলিনার পাশাপাশি ব্র্যাডও অভিনয় করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement