Entertainment News

অর্জুন-মালাইকার সম্পর্ক আছে কি? মুখ খুললেন অনিল

২০১৭-এর মে মাস নাগাদ আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন মালাইকা। শোনা গিয়েছিল, তার কারণ অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ১৭:৪৮
Share:

অর্জুন-মালাইকা। ইনসেটে অনিল।

অর্জুন কপূর এবং মালাইকা আরোরার সম্পর্কের গসিপ নিয়ে এই মুহূর্তে সরগরম বলিউড। সরাসরি না হলেও সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন অর্জুন। মালাইকাও ‘এএম’ অর্থাত্ দু’জনের নামের আদ্যক্ষর খোদাই করা লকেট পরে প্রকাশ্যে এসেছেন। কিন্তু সত্যিই কি তাঁরা বিয়ে করবেন? এই প্রশ্নে এ বার মুখ খুললেন অর্জুনের কাকা অনিল কপূর

Advertisement

সদ্য ‘নো ফিল্টার নেহা সিজন ৩’-এ গিয়েছিলেন অনিল। সেখানে তাঁকে এই প্রশ্ন করা হলে অনিল বলেন, ‘‘আমি অর্জুনকে খুব ভাল ভাবে জানি, চিনি। ও যেটাতে খুশি থাকবে সেটা আমি সমর্থন করব। ওর খুশিতেই আমার খুশি। ওর ব্যক্তিগত বিষয়ে আমি কোনও কথা বলব না। আমরা পরিবারের লোকেরা ওকে সমর্থন করব। ও খুশি থাকলেই আমরা খুশি।’’

অর্থাত্ মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্ক প্রকারান্তরে মেনে নেবেন তাঁর পরিবারের সদস্যরা। সে ইঙ্গিতই দিয়েছেন অনিল। ২০১৭-এর মে মাস নাগাদ আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন মালাইকা। শোনা গিয়েছিল, তার কারণ অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক। যদিও তা নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি কোনও তারকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে ‘খান’ পদবিও সরিয়ে দিয়েছেন মালাইকা। ফলে এই সম্পর্কের জল্পনা আরও জোরদার হচ্ছে ইন্ডাস্ট্রিতে।

Advertisement

আরও পড়ুন, সুহানার কোন কাজে ইমোশনাল হয়ে পড়লেন শাহরুখ?

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement