অনিলের টম-ভজনা

‘মিশন ইমপসিবল’কে নিয়ে উচ্ছ্বসিত অনিল কপূর। টম ক্রুজের সাম্প্রতিক ছবি ‘মিশন ইমপসিবল: রোগ নেশন’ দেখে অনিল জানিয়েছেন, এই ছবি অবিশ্বাস্য রকমের রোমাঞ্চকর। এর আগের পর্ব ‘মিশন ইমপসিবল: ঘোস্ট প্রটোকল’-এ অনিল অভিনয় করেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

‘মিশন ইমপসিবল’কে নিয়ে উচ্ছ্বসিত অনিল কপূর। টম ক্রুজের সাম্প্রতিক ছবি ‘মিশন ইমপসিবল: রোগ নেশন’ দেখে অনিল জানিয়েছেন, এই ছবি অবিশ্বাস্য রকমের রোমাঞ্চকর। এর আগের পর্ব ‘মিশন ইমপসিবল: ঘোস্ট প্রটোকল’-এ অনিল অভিনয় করেছিলেন। টুইটে অনিল লিখেছেন, টম ক্রুজের অসাধ্য কিছুই নেই। এই ছবিতে টম ফিজিক্স এবং বায়োলজির যাবতীয় বিধানকে অতিক্রম করে অভিনয় করেছেন— এমনটাই মত অনিলের। প্রসঙ্গত, ‘মিশন ইমপসিবল’-এর এটি পঞ্চম পর্ব। টম ক্রুজ ছাড়াও এতে অভিনয় করেছেন জেরেমি রেনার, সাইমন পেগ, রেবেকা ফার্গুসন, ভিং রামেস, অ্যালেক বল্ডউইন প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement