Bollywood

মুম্বইয়ে এটিএম-এর লাইনে ‘মিস্টার ইন্ডিয়া’!

৮ নভেম্বরের পর দিন যত এগিয়েছে, সমস্যা তত প্রকট হয়েছে। পুরনো ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের পর কেটে গিয়েছে তিন সপ্তাহেরও বেশি সময়। কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এই অভিযানকে স্বাগত জানিয়েছেন দেশের বেশিরভাগ মানুষই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৬ ১১:০৪
Share:

৮ নভেম্বরের পর দিন যত এগিয়েছে, সমস্যা তত প্রকট হয়েছে। পুরনো ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের পর কেটে গিয়েছে তিন সপ্তাহেরও বেশি সময়। কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এই অভিযানকে স্বাগত জানিয়েছেন দেশের বেশিরভাগ মানুষই। বাদ যাননি বলিউডের সেলেবরাও। নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে শাহরুখ, সলমন, আমির, হৃতিক, অজয় দেবগন— সবাই প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। কিন্তু আম জনতার দুর্ভোগ বেড়েছে বই কমেনি। প্রায় প্রতিদিনই কাজে যাওয়ার আগে বা পরে এটিএম-এর সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। তাই অনেক সাধারণ মানুষের গলায় ক্ষোভের সুর শোনা যাচ্ছে। অনেককেই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে বলতে শোনা গিয়েছে, ‘সেলিব্রিটিদের তো আর এ ভাবে লাইনে দাঁড়াতে হয় না!’ ঠিক, ওঁদের তো আর এ ভাবে লাইন দিয়ে টাকা তুলতে হয় না! কিন্তু এ কথাটাও ভেবে দেখতে হবে, সেলিব্রিটিরা টাকা তোলার লাইনে দাঁড়ালে জনপ্রিয়তা আর লাইনে দাঁড়িয়ে অপেক্ষার চাপ এক সঙ্গে সামলানোটাও সম্ভব হত কি! হত যে না, তাঁর প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবার।

Advertisement

ঘরে নগদ ফুরিয়ে যাওয়ায় একেবারে আম জনতার সঙ্গে লাইনে দাঁড়িয়ে এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন অনিল কপূর। ফলাফল যা হওয়ার তাই হল। এটিএম-এর লাইন বেড়েই চলল! তবে টাকা তোলার জন্য নয়, অনেকেই ভিড় জমাতে শুরু করেন তাঁদের প্রিয় অভিনেতার সঙ্গে সেলফি নেওয়ার জন্য। কেউ আবার হাত বাড়িয়ে অটোগ্রাফ নিতে চাইছেন। এ অবস্থাতেও লাইন ছেড়ে বেড়িয়ে আসেননি অনিল কপূর। এটিএম-এর নিরাপত্তা রক্ষীকেও ডাকেননি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। ভক্তদের সমস্ত আবদার একের পর এক মিটিয়েছেন হাসিমুখেই। তার পর টাকা তুলে বাড়ি ফিরেছেন!

আরও পড়ুন...
মুক্তি পেল ‘মোয়ানা’, ভারতে মূল আকর্ষণ ‘টামাটোয়া’ লাহিড়ী!

Advertisement

অনিলের এমনই এক ভক্ত নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন তাঁর সঙ্গে তোলা ছবিটি। সঙ্গে লিখেছেন, “লাইনে দাঁড়িয়ে রয়েছি অনিল কাপুরের সঙ্গে। শুধু মুম্বইতেই এমনটা সম্ভব!” এই টুইটের উত্তর দিতে ভোলেননি বলিউড অভিনেতাও। “ভাগ্যিস প্রধানমন্ত্রী এমন একটা সিদ্ধান্ত নিলেন! তাই আজ অনেক দিন পরে ভক্তদের সঙ্গে সরাসরি সাক্ষাত্ হল!”—লিখেছেন ‘মিস্টার ইন্ডিয়া’। মোগ্যাম্বো খুস হুয়া....

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement