Entertainment News

‘মেনুকার্ড’ সাজিয়েছেন অনিন্দ্য, টেস্ট করবেন?

গত সোমবার ছিল সুকুমার রায়ের জন্মদিন। সেই উপলক্ষেই আনকোরা এক গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছিলেন অনিন্দ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ১০:৩৫
Share:

অনিন্দ্য বসু। ছবি: ফেসবুকের সৌজন্যে।

‘কেউ চুমু প্রকাশ্যে কেউ খায় গোপনে…’

Advertisement

ইচ্ছে হল। হ্যাঁ, ইচ্ছে হল বলেই এমনটা গাইলেন তিনি। সাজিয়ে দিলেন ‘মেনুকার্ড’।

আরও পড়ুন, ‘ভুতু’ ফের বাংলায় ফিরছে, তবে…

Advertisement

তিনি অর্থাত্ অনিন্দ্য বসু। শ্রোতাদের কাছে ‘শহর’ অনিন্দ্য যাঁর ডাকনাম।

গত সোমবার ছিল সুকুমার রায়ের জন্মদিন। সেই উপলক্ষেই আনকোরা এক গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছিলেন অনিন্দ্য। সদ্য সুর দিয়েছেন সেই গানের। যার কোথাও বলেছেন, ‘ফেসবুক হেব্বি খায় খাওয়ার ফিরিস্তি’, কখনও বা ‘গান নয়, এটা গান নয়, একটা মেনুকার্ড’। অনিন্দ্য লিখেছেন, ‘একেবারেই কাঁচা অবস্থায় আছে সুরটা, তাও ইচ্ছে যখন হল…।’

আরও পড়ুন, সিভি’তে এত কম ছবি কেন? অফার পান না?

কথা মতোই ফেসবুক লাইভে নতুন গান শুনিয়েছেন অনিন্দ্য। সুকুমার রায়ের পাশাপাশি তাঁর আরও এক প্রিয় মানুষের জন্মদিন ছিল গতকাল। তিনি মারাদোনা। তাও জানাতে ভোলেননি গায়ক। সব মিলিয়ে এই মুহূর্তে ‘গান হ্যাংলা’-দের ওয়েব সার্চে রয়েছে ‘মেনুকার্ড’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement