Entertainment News

টেলিভিশনে ফিরছেন অনিন্দ্য, কোন চরিত্রে জানেন?

টেলিভিশন ছাড়া ওয়েব সিরিজে অভিনয় করছেন অনিন্দ্য। ছবির কথাও চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ১৬:৫৪
Share:

অনিন্দ্য চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

টেলিভিশন তাঁকে অনেক কিছু দিয়েছে। কিন্তু টেলিভিশনের থেকে দূরে ছিলেন দু’বছর। ফের ফিরছেন তিনি। ফিরছেন ‘রাজা’ হয়ে। তিনি অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়

Advertisement

সপ্তাহান্তে টেলিভিশন দর্শক মজেছেন ‘ঠাকুরমার ঝুলি’তে। বিশেষত খুদে দর্শকদের এই শো বিশেষ পছন্দের। সেখানকারই একটি গল্পে দেখা যাবে অনিন্দ্যর অভিনয়। ‘সোনার কাঠি রূপোর কাঠি’ গল্পে রাজা আদিত্যর ভূমিকায় দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন রুকমা।

দু’বছর পরে এটা টেলিভিশনে অনিন্দ্যর কামব্যাক প্রজেক্ট। এই চরিত্রের জন্য রাজি হলেন কেন? ‘‘অনেকদিন টেলিভিশনটা করি না। এটা আমার কাছে নতুন এক্সাইটমেন্ট। তা ছাড়া যাদের সঙ্গে আগে কাজ করেছি, শিখেছি যাদের থেকে তাদের সঙ্গে আবার কাজের সুযোগ পেলাম।’’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

টেলিভিশন ছাড়া ওয়েব সিরিজে অভিনয় করছেন অনিন্দ্য। ছবির কথাও চলছে। তবে সে খবর দেওয়ার জন্য আর কয়েকটা দিন সময় চেয়ে নিলেন অনিন্দ্য।

আরও পড়ুন, শাড়ি ছেড়ে সুইমস্যুটে দিতিপ্রিয়া!

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement