অঙ্কিতা
প্রায় মাস আটেক আগেই মুম্বই পাড়ি দিয়েছিলেন অঙ্কিতা চক্রবর্তী। টলিউডে নিজের অভিনয়ের খিদে পূরণ না হওয়ার দুঃখ থেকেই তাঁর মুম্বইযাত্রা বলে জানা গিয়েছিল। অবশেষে সেখানে নতুন ভাবে কেরিয়ার শুরু করতে চলেছেন অঙ্কিতা। শ্রীময়ী ভট্টাচার্যের পরিচালনায় ‘ওয়ান সিক্রেট রেড’ নামক একটি সাইকোলজিক্যাল থ্রিলারে দেখা যাবে তাঁকে। অঙ্কিতার চরিত্রটির নাম সুজান সেন। সে একজন প্রবাসী বাঙালি। ছবিতে অঙ্কিতার পাশাপাশি সত্যজিৎ দুবে, শদাব কমল, ভূমিকা দুবেও অভিনয় করবেন। আগামী ১৩ নভেম্বরেই শুরু হতে চলেছে এই ছবির শ্যুটিং। আপাতত সেই নিয়েই প্রস্তুতিতে মগ্ন অঙ্কিতা। মুম্বই থেকে তিনি জানালেন, ‘‘টলিউডে একই ধরনের অভিনয় করতে করতে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই মুম্বই যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম। তবে টলিউডে কোনও ইন্টারেস্টিং প্রোজেক্টের অফার পেলে অবশ্যই কাজ করব।’’