টিভি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। ছবি অঙ্কিতার টুইটার থেকে সংগৃহীত।
তিনি টেলিভিশন জগতের অতি পরিচিত মুখ। তাঁর অভিনীত ‘পবিত্র রিস্তা’ দর্শকদের মনে আলোড়ন তুলেছিল। এর আগে সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল বলি পাড়ায়। তিনি অঙ্কিতা লোখান্ডে। তাঁকে সম্প্রতি একটি পার্টিতে একজনের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল। তাঁদের সেই ঘনিষ্ঠতার মুহূর্ত ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তারপরই তারকা মহলে শুরু হয়েছে গুঞ্জন। তা হলে কি বিয়ের জন্য ইনিই অঙ্কিতার পছন্দের পুরুষ?
অঙ্কিতার সঙ্গে পার্টিতে ঘনিষ্ঠ অবস্থায় থাকা ওই ব্যক্তির নাম ভিকি জৈন। তিনি অঙ্কিতার বয়ফ্রেন্ডও। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁরা। সেখানে নাচতে নাচতে একে অপরকে চুম্বন করতে দেখা গিয়েছে তাঁদের। আর সেই চুম্বনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অঙ্কিতার ভক্তদের প্রশ্ন, তা হলে কি ভিকির সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসবেন অঙ্কিতা?
নিজের পছন্দের পুরুষ নিয়ে মুখ খুলেছেন অঙ্কিতাও। অকপটে বলেছেন, ‘‘ও খুব সুন্দর মানুষ। ও ব্যবসায়ী। আমি ওঁকে ভালবাসি। সঠিক সময় এলেই আমাদের বিয়ের খবর জানতে পারবেন।’’ তাহলে কি অঙ্কিতার বিয়ে সামনেই?
A post shared by Pinkvilla Telly (@pinkvillatelly) on
আরও পড়ুন: ‘আমি তোমাকে ভালবাসি’ দেবকে প্রকাশ্যে বললেন রুক্মিণী