দেব এবং রুক্মিণী মৈত্র কি প্রেম করছেন? এ হেন জল্পনা এক সময় ছিল ইন্ডাস্ট্রিতে। কিন্তু দেব বরাবরই সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন। তাই সাক্ষাত্কারে স্বীকার করে নিয়েছিলেন আগেই, রুক্মিণী তাঁর বান্ধবী।
রুক্মিণীর দিক থেকে সম্বোধন ছিল ‘বন্ধু’। দেব তাঁর বন্ধু এবং পরিবার। কিন্তু কখনও বয়ফ্রেন্ড বলে স্বীকার করেননি। এ বার করলেন। প্রকাশ্যেই বললেন,‘ভালবাসি’ ।
লোকসভা ভোটের প্রচারে এখন চূড়ান্ত ব্যস্ত দেব। সিনেমার কাজও এখন কিছুটা ব্যাকফুটে। সামনেই মুক্তি পাবে রাজা চন্দ পরিচালিত ‘কিডন্যাপ’। সে ছবিতেও রুক্মিণীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তবে ছবি নয়, ভোটের প্রচারেই এখন মন দিয়েছেন দেব। সময় নেই বান্ধবীর জন্যও! দেবকে মিস করছেন রুক্মিণী। তার স্পষ্ট আভাস দিলেন সোশ্যাল ওয়ালে।
আরও পড়ুন, ‘আমি বেকার, কারও কাছে পার্ট আছে?’
শুক্রবার রুক্মিণী টুইট করেন, “দেব তুমি খুব ব্যস্ত, কোনও সময় নেই। তাই আমি ভাবলাম, এটাই তোমাকে বলার সেরা সময়, আমি তোমাকে ভালবাসি।”
রুক্মিণীর এই স্বীকারোক্তিতে আপাতত মজে সোশ্যাল ওয়াল।
Dev! @idevadhikari
— RUKMINI MAITRA (@RukminiMaitra) April 26, 2019
You’re so busy and have no time..🙄
So I guess it’s time I say it..
AMI TOMAKE BHALOBASHI ❤️
(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)