ছোট পর্দায় এ বার খনা

বাংলা টেলিভিশনে এই মুহূর্তে ঐতিহাসিক, কাল্পনিক শোয়ের রমরমা। তবে ‘খনা’ পিরিয়ড পিস হলেও এর সবটা ইতিহাস নির্ভর নয়। বরং অনেকটাই লোকমুখে প্রচলিত। খনার জীবন ঘটনাবহুল।

Advertisement
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

খনার লুক

আরও একটি পিরিয়ড ড্রামা শুরু হতে চলেছে ছোট পর্দায়। খনাকে নিয়ে বাংলায় অনেক লোককথা প্রচলিত আছে। বলা হয়, তিনি ক্ষণজন্মা ছিলেন। সেই থেকেই তাঁর নাম খনা। এই ধারাবাহিকে খনার জন্ম থেকে পুরো জীবনযাত্রাই দেখানো হবে বলে জানালেন, শোয়ের ক্রিয়েটিভ ডিরেক্টর অদিতি রায়।

Advertisement

বাংলা টেলিভিশনে এই মুহূর্তে ঐতিহাসিক, কাল্পনিক শোয়ের রমরমা। তবে ‘খনা’ পিরিয়ড পিস হলেও এর সবটা ইতিহাস নির্ভর নয়। বরং অনেকটাই লোকমুখে প্রচলিত। খনার জীবন ঘটনাবহুল। তার ‘বচন’ সব সময়েই সত্যি হয়েছে বলে মানা হয়। খনার সেই ক্ষমতা এবং তার সঙ্গে জড়িত বিভিন্ন ঘটনা দেখানো হবে এই ধারাবাহিকে। খনার সঙ্গে মিহিরের সম্পর্ক এবং মিহিরের বাবা বরাহ পণ্ডিতের সঙ্গে খনার দ্বৈরথ এই ধারাবাহিকের আসল উপাদান। আগামী জানুয়ারি থেকে আসছে এই ধারাবাহিক। খনার চরিত্রে রয়েছেন ঐন্দ্রিলা। বরাহর চরিত্রটা করছেন বাদশা মৈত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement