অর্জুন কপূরের কি বিয়ে? ছবি: ফেসবুক।
নিউ ইয়র্কের ঝাঁ চকচকে শহর। সেখানে দুর্গের সামনে হাঁটু মুড়ে বসে প্রেমিক তাঁর প্রেমিকাকে প্রেম নিবেদন করছেন। জীবনসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিচ্ছেন! কোনও মেয়ের কাছে এর থেকে বড় আবেগঘন মুহূর্ত আর কী হতে পারে? এমনটাই ঘটেছে বনি কপূরের বড় মেয়ে অনশুলা কপূরের সঙ্গে। ‘জীবন কোনও রূপকথা তো নয়’... অনশুলার এই বিশ্বাস রাতারাতি বদলে দিয়েছেন তাঁর দীর্ঘ দিনের প্রেমিক রোহন ঠক্কর। বৃহস্পতিবার, ভারতীয় সময় অনুযায়ী মধ্য রাতে তাঁরা বাগদান সারেন! এ কথা অনশুলা সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন। তার পরেই বলিউডে গুঞ্জন, বনির বাড়িতে শিগগিরি বিয়ের সানাই বাজতে চলেছে। বোনের বাগদানের খবরে আনন্দিত অর্জুন কপূর। তিনিও সে সময়ে তাঁদের সঙ্গে ছিলেন।
রূপকথার মতো ঘটনা কী করে ঘটল অনশুলার জীবনে? এ কথাও ভাগ করে নিতে ভোলেননি কর্ণ জোহরের ‘ট্রেইটার্স’-খ্যাত অভিনেত্রী। বাগদানের কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা গিয়েছে, রোহন কী ভাবে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। অনশুলা লিখেছেন, “ঘড়িতে তখন ভারতীয় সময় অনুযায়ী বুধবারের মধ্য রাত। নিউ ইয়র্কের সময় অনুযায়ী মঙ্গলবার। তিন বছর পরে আমার প্রিয় শহরে। দুর্গের সামনের সেন্ট্রাল পার্কে হাঁটু মুড়ে বসে রোহন। আমায় বিয়ের প্রস্তাব দিচ্ছে! জীবন যেন ‘রূপকথা’ হয়ে গেল। পৃথিবী কি কিছু ক্ষণের জন্য থমকে গিয়েছিল?”
অভিনেত্রীর অনামিকায় তখন জ্বলজ্বল করছে বাগদানের আংটি। তিনি জানিয়েছেন, বাগদানের পরেও দীর্ঘ সময় কথা বলেন তাঁরা।
বিশেষ পর্ব মিটতেই দেদার খাওয়া দাওয়া। পিৎজ়া থেকে নরম পানীয়— তালিকায় সব ছিল। কখনও রোহন-অনশুলা-অর্জুন মিলে হই চই করেছেন। কখনও অনশুলার কোলে মাথা দিয়ে শুয়ে রোহন। সে সব ছবি ভাগ করে অনশুলার দাবি, ২০২২ সালে তাঁর সঙ্গে রোহনের আলাপ। সে দিন থেকেই তিনি মনে মনে রোহনের হয়ে গিয়েছেন। ‘প্রিয় বন্ধু’র সঙ্গে জীবন কাটাতে পারবেন ভেবে দারুণ খুশি অর্জুনের বোন।