Tollywood

Angshuman Pratyush: ছোট পর্দার নতুন গল্প

কিন্তু ব্যবসার রেষারেষিতে সুমেধার মা-বাবাকে খুন করার পরিকল্পনায় সফল হয় ওমের বাবা।

Advertisement
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ ০৮:১৫
Share:

ধারাবাহিকের দৃশ্য

একটি ধারবাহিকের কাজ শুরু করলেন পরিচালক অংশুমান প্রত্যুষ। ‘সাথী’ নামে এই সিরিয়ালের মুখ্য চরিত্রে থাকছেন ইন্দ্রজিৎ বসু ও অনুমিতা দত্ত। গল্প অনুযায়ী ছোট্ট ওম এবং সুমেধার মা-বাবা বিজ়নেস পার্টনার। কিন্তু ব্যবসার রেষারেষিতে সুমেধার মা-বাবাকে খুন করার পরিকল্পনায় সফল হয় ওমের বাবা। বেঁচে যায় সুমেধা। বড় হয়ে বৃষ্টি হয়ে ফিরে আসে ওমের জীবনে। ওমের চরিত্রে ইন্দ্রজিৎ, বৃষ্টির চরিত্রে অনুমিতা। ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শুটিং। ক্রিয়েটিভ ডিরেক্টরের আসনে অংশুমান। তাঁর পরিচালনায় শ্রাবন্তী ও প্রিয়াঙ্কা সরকারের ‘ধপ্পা’র শুটিং হয়ে গিয়েছে। মার্চ নাগাদ ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। আপাতত সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত পরিচালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement