Sanghamitra Banerjee

‘পর্দার খলনায়িকা বাস্তবে ছিলেন বেজায় রসিক’, মা সঙ্ঘমিত্রার মৃত্যুবার্ষিকীতে কী বললেন ছেলে অনুরাগ?

২০১৬ সালে আচমকাই ধরা পড়েছিল ক্যানসার। ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। ২৭ অক্টোবর তাঁর নবম মৃত্যুবার্ষিকী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৭:৪১
Share:

অনুরাগ বন্দ্যোপাধ্যায় এবং সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

কলঙ্কিনী কঙ্কাবতী’ ছবির মাধ্যমে বড়পর্দায় হাতেখড়ি অভিনেত্রী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের। ‘বিধিলিপি’, ‘চৌধুরী পরিবার’, ‘অনুতাপ’, ‘লাঠি’— এমন বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। বিশেষত খলচরিত্রে তাঁকে বেশি দেখেছে দর্শক। ২৭ অক্টোবর বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুবার্ষিকী। তাঁর স্মৃতিতেই ডুব দিলেন অভিনেত্রীর ছেলে অনুরাগ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সঙ্ঘমিত্রা টলিপাড়ার দুঁদে খলনায়িকা হলেও তাঁর ছেলে এই জগৎ থেকে অনেক দূরে। ২০১৬ সালে আচমকাই ওজন কমতে শুরু করে অভিনেত্রীর। তার পরেই ধরা পড়ে ক্যানসার। কিন্তু চাননি তাঁর অসুস্থতার কথা কেউ জানুক। ৫ অক্টোবর পর্যন্ত কাজও করেছিলেন। ২৭ অক্টোবর নিজের দক্ষিণ কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মায়ের মৃত্যুর নয় বছর কেটে গেল। এখনও মায়ের কথা প্রতি মুহূর্তে ছেলে অনুরাগের মনে পড়ে। সমাজমাধ্যমে তিনি লেখেন, “তখন কে বলো গো সেই প্রভাতে নেই আমি। তুমিহীন ৯ বছর। মা, আনন্দলোকে আনন্দে আছো জানি। তোমার বান্টির প্রণাম নিও।” আনন্দবাজার ডট কমকে তিনি বলেন, “পর্দায় খলনায়িকার চরিত্রে অভিনয় করলেও মা এমনিতে বেজায় রসিক মানুষ ছিলেন। আমাদের বাড়িতে কোনও দিনই সিনেমা নিয়ে কোনও আলোচনা হত না। তাই সিনেদুনিয়ার সঙ্গে আমার কোনও যোগ নেই। মা চলে যাওয়ার পর যদিও অনেকেই যোগাযোগ করেছিলেন। এখনও মায়ের জন্মবার্ষিকীতে ক্যানসার রোগীদের জন্য আর্থিক সাহায্য করে থাকি।” শুধু ছেলে অনুরাগ নয়, সঙ্ঘমিত্রার স্মৃতিচারণায় ডুব দিয়েছেন তাঁর আত্মীয় ও ঘনিষ্ঠজনেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement