কবে শুটিংয়ে ফিরবেন ‘ডিপ ফ্রিজ’ পরিচালক অর্জুন দত্ত? ছবি: ফেসবুক।
চলতি বছর ভাল ও মন্দ, দুই-ই দেখলেন পরিচালক অর্জুন দত্ত। এ বছর ‘ডিপ ফ্রিজ’ ছবির দৌলতে তাঁর মুকুটে জুড়েছে জাতীয় সম্মানের পালক। ওই এক মঞ্চেই বড় বিপর্যয়। পড়ে গিয়ে শিরদাঁড়ায় চিড়। সঙ্গে কোমরের স্নায়ুতে সমস্যা। দশ ঘণ্টার অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ তিনি।
কেমন আছেন? পরিচালকের শারীরিক অবস্থার খবর নিতে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। অর্জুন এখন বাড়িতে বিশ্রামে রয়েছেন, জানিয়েছেন তিনি। বললেন, “আমি জ্যোতিষ মানি। শুনেছি, এ বছর কর্মফলের বছর। সেই অনুযায়ী ছবির জন্য বিশেষ সম্মানলাভ। কিন্তু শরীরের যত্ন না নেওয়ায় শয্যাশায়ী।” অর্জুনের মা গত দু’বছর ধরে প্রচণ্ড অসুস্থ ছিলেন। তাঁর দেখভাল করতে গিয়ে একেবারেই নিজেকে অবহেলা করেছেন, দাবি তাঁর।
পরিচালকের কথায়, “মায়ের অসুস্থতার সময় থেকেই আমার কোমরে সমস্যা। একটু বসে থাকলেই পায়ে ঝিঁঝিঁ ধরে। পাত্তা দিইনি। ওই অবস্থাতেই কাজ করে গিয়েছি। গোলমাল হল পুরস্কারের মঞ্চে উঠতে গিয়ে। পা পিছলে দুটো সিঁড়ি পড়ে গেলাম। ব্যস, শিরদাঁড়ায় চোট।” পরে এক্সরে-তে ধরা পড়ে শিরদাঁড়ায় ভাল মতো চিড় ধরেছে। তখনই চিকিৎসকেরা জানান, ক্ষতিগ্রস্ত অংশ স্টিলে মুড়ে দেওয়া হবে। আর ঝুঁকতে পারবেন না অর্জুন। বলতে বলতে হেসে ফেলেছেন। বলে উঠেছেন, “নিজেকে নিয়ে রসিকতা করতে ভালবাসি। তখনই নিজের পিঠ চাপড়ে বলেছিলাম, শিরদাঁড়া শক্ত ছিলই, স্টিলের পাতে মোড়ার ফলে আরও শক্তপোক্ত হয়ে গেল। আগামীতে আমিও ‘ঝুঁকেগা নহি’!”
আপাতত নিয়ম করে ফিজ়িওথেরাপি চলছে। এখনও অস্ত্রোপচারের সেলাই কাটা হয়নি। লাঠিতে ভর দিয়ে চলাফেলা করতে হচ্ছে। তার মধ্যেই প্রেক্ষাগৃহে ‘ডিপ ফ্রিজ’-এর মুক্তি নিয়ে চিন্তা তাঁর। ছবিমুক্তি আগামী বছর। কাজ চলছে পরের ছবি ‘বিবি পায়রা’র। কাজের কথা উঠতেই গলায় খুশির আমেজ। অর্জুন বললেন, “সাউন্ডের কাজ চলছে। পাওলি দাম আর স্বস্তিকা মুখোপাধ্যায় দারুণ কাজ করেছেন।” ‘মশালা ছবি’তে নাচ-গান-অ্যাকশনের মধ্যেও যে সমান্তরাল ছবির স্বাদ আনা যায়, সেটাই দেখানোর চেষ্টা করেছেন। ‘বিবি পায়রা’ নিয়ে তাই আশাবাদী অর্জুন।