ইধিকা পাল, শাকিব খান, রুক্মিণী মৈত্র কি এক ছবিতে? ছবি: ফেসবুক।
আগামী ইদে শাকিব খান ‘প্রিন্স’। ফের রোমান্স আর অ্যাকশন নিয়ে পর্দায় ফিরতে চলেছেন তিনি। ছবির পরিচালনায় আবু হায়াত মাহমুদ। এ খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। দিন দুই ধরে গুঞ্জন, ‘প্রিন্স’ ছবিতে শাকিবের বিপরীতে নাকি তিন নায়িকাকে দেখা যাবে। তাঁদের দু’জন টলিউডের।
সেই সময় ছবির নাম ঠিক হয়েছিল ‘ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। ছবির ঘোষণার সময় পরিচালক মাহমুদ এবং ছবির কার্যনির্বাহী প্রযোজক অরিন্দম দাস (বাবাই) জানিয়েছিলেন, দুর্গাপুজোর আবহে শুটিংস্থল খুঁজতে কলকাতায় চলে আসবেন টিম ‘প্রিন্স’।সব ঠিক থাকলে নভেম্বর থেকে শুটিং শুরু। কলকাতা থেকে একজন নায়িকাকে তাঁরা নায়কের বিপরীত বাছবেন। টলিউডে ফিসফাস, সেই লক্ষ্যেই সম্ভবত কলকাতায় এসেছে ছবির টিম। নায়িকার তালিকায় উঠে এসেছে রুক্মিণী মৈত্র আর ইধিকা পালের নাম। যদিও নাকি এঁদের সঙ্গে প্রযোজনা সংস্থার পাকা কথা হয়নি এখনও। সে ক্ষেত্রে, নায়িকা বদলাতেও পারে। এও শোনা যাচ্ছে, তৃতীয় নায়িকা বাংলাদেশের।
শাকিবের কলকাতা যোগের কিন্তু এখানেই শেষ নয়। গুঞ্জন, নায়িকা ছাড়াও কলকাতার বেশ কিছু অভিনেতা থাকতে পারেন এই ছবিতে। একই ভাবে দেখা যাবে বাংলাদেশের নামী-দামি অভিনেতাদেরও। ছবির শুটিং হবে কলকাতা, মুম্বই, দক্ষিণ ভারত, বাংলাদেশ মিলিয়ে। ছবির ক্যামেরা, নৃত্যপরিকল্পক, ফাইট মাস্টার, রূপসজ্জাশিল্পী— এই চার দায়িত্ব পালন করবেন বলিউডের খ্যাতনামীরা। উদাহরণস্বরূপ পরিচালক জানিয়েছেন, তিনি ক্যামেরার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ‘অ্যানিম্যাল’-খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়কে। প্রসঙ্গত, সেই ছবির নায়ক রণবীর কপূর। একই ছবির রূপসজ্জাশিল্পী শাকিবকে সাজানোর দায়িত্বে থাকবেন।
নব্বইয়ের দশকের মাফিয়ারাজ, সেই সময়ের অন্ধকার দুনিয়া ছবিতে উঠে আসবে। নায়কের নানা বয়স দেখানো হবে। তার জন্য শাকিবকে নিতে হতে পারে প্রস্থেটিক রূপটান। যেহেতু নায়কের নানা বয়স, তাই ছবিতে তিন নায়িকা। প্রযোজনায় ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।