শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমাপ্রার্থী অনুরাগ

অনুরাগ কাশ্যপ ছবি করবেন, আর সেই ছবি নিয়ে কারও কোনও বক্তব্য বা আপত্তি থাকবে না, তা কি হয়! সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মনমর্জ়িয়া’ও তার ব্যতিক্রম নয়। ছবির বেশ কয়েকটি দৃশ্যে শিখ চরিত্র রবিকে (অভিষেক বচ্চন) দেখা যায় ধূমপান করতে। তাতে শিখ সম্প্রদায়ের একাংশ আপত্তি তুলেছেন।

Advertisement
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ০৮:০০
Share:

অনুরাগ

অনুরাগ কাশ্যপ ছবি করবেন, আর সেই ছবি নিয়ে কারও কোনও বক্তব্য বা আপত্তি থাকবে না, তা কি হয়! সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মনমর্জ়িয়া’ও তার ব্যতিক্রম নয়। ছবির বেশ কয়েকটি দৃশ্যে শিখ চরিত্র রবিকে (অভিষেক বচ্চন) দেখা যায় ধূমপান করতে। তাতে শিখ সম্প্রদায়ের একাংশ আপত্তি তুলেছেন। খবরের কাগজে সে সব পড়ে টুইটারে অনুরাগের প্রতিক্রিয়া, ‘‘যাঁরা দুঃখ পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু এখানে কোনও সম্প্রদায়কে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি। এক জন ব্যক্তিমানুষের পছন্দ-অভ্যাসের কথা বলা হয়েছে। ধর্মীয় আবেগে আঘাত লাগতে পারে বলে যা যা শিখ সম্প্রদায়ের তরফে আমাদের নিষেধ করা হয়েছিল, তার কিছুই করা হয়নি ছবিতে।’’

Advertisement

নির্দেশাবলি অনুসরণ করে ‘মনমর্জ়িয়া’য় তাপসী পান্নু এবং অভিষেকের বিয়ের দৃশ্যও গুরুদ্বারায় শুটিং করা হয়নি। কৃত্রিম বিয়ে গুরুদ্বারার অসম্মান করতে পারে বলে। অনুরাগ বলেছেন, ‘‘কোনও ধর্মই মানুষকে খারাপ কাজ করতে শেখায় না। তা সত্ত্বেও মানুষ কুকর্ম করে বেড়ায়। তার মানে এই নয় যে, তারা ধর্মকে অসম্মান করছে। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি, অমৃতসর শহরটায় শুটিং করার সময়ে আমরা কোনও বাধা পাইনি। বরং দু’হাত খুলে আমাদের স্বাগত জানিয়েছিল শহর।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন