Anurag Kashyap

‘বলিউড বিষাক্ত হয়ে উঠেছে’, মুম্বই ছেড়ে যাওয়ার আগে কেন এমন বলে গেলেন অনুরাগ কাশ্যপ?

বলিউডের প্রথম সারির পরিচালক হলেও ইন্ডাস্ট্রির অনেক বিষয়েই অখুশি তিনি। বলিউডে আর ছবি করবেন না, এক প্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। কিন্তু কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৬:০৮
Share:

বলিউড ছাড়লেন অনুরাগ কাশ্যপ। ছবি: সংগৃহীত।

বলিউড ত্যাগ করবেন, এই জল্পনা আগেই ছিল ইন্ডাস্ট্রির অন্দরে। এ বার কার্যত সিলমোহর পড়ল তাতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলি পরিচালক ও অভিনেতা অনুরাগ কাশ্যপ সাফ জানালেন, মায়ানগরী ছেড়ে তিনি পাড়ি জমিয়েছেন দক্ষিণে। নতুন বাসস্থান কোন শহরে তা অবশ্য স্পষ্ট জানাননি অনুরাগ। তবে সম্ভবত বেঙ্গালুরুতে ঠাঁই নেবেন তিনি, এমনই ইঙ্গিত মিলেছে।

Advertisement

বলিউডের প্রথম সারির পরিচালক হলেও ইন্ডাস্ট্রির নানা বিষয়ে অখুশি তিনি। বলিউডে আর ছবি করবেন না, এক প্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। কিন্তু কেন? যার ঝুলিতে একের পর এক সফল ছবি তিনি কী এমন অসুবিধার সম্মুখীন হলেন যে বলিউডে রাজত্ব ছেড়ে একেবারে অন্য শহরে চলে গেলেন! এই প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ নিয়ে অসন্তুষ্ট তিনি।

তাঁর কথায়, “মুম্বই শহর ছেড়েছি আমি। রুপোলি দুনিয়ার মানুষদের থেকে দূরে থাকতে চাই। বিশেষত বলিউডের লোকজনের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চাই। ইন্ডাস্ট্রি বিষাক্ত হয়ে উঠেছে।” তাঁর দাবি, সকলে চাইছেন পরের ছবি যেন পাঁচশো থেকে যেন আটশো কোটির ঘরে থাকে। এক অবাস্তব লক্ষ্যের পিছনে ছুটছেন। বলিউডে সৃজনশীল কাজের পরিবেশ চলে গিয়েছে বলেও মনে করছেন পরিচালক।

Advertisement

তবে অনুরাগ জানিয়েছেন, অন্যত্র চলে যাওয়ায় আখেরে লাভই হয়েছে। এতে তাঁর শারীরিক ও মানসিক সুস্থতার উন্নতি হয়েছে। মাস কয়েক আগে অবশ্য জানিয়েছিলেন, বলিউড অপেক্ষা দক্ষিণী ছবি বানাতে বেশি আগ্রহী তিনি। পাকাপাকি ভাবে মুম্বই ছেড়ে দেওয়ার পদক্ষেপ তারই প্রথম ধাপ, অনুমান অনুরাগীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement