Priyanka Chopra & Anushka Sharma

অনুষ্কা ও প্রিয়ঙ্কার মধ্যে কথা কাটাকাটি! কোন অভিনেতাকে নিয়ে দুই নায়িকার মধ্যে তর্ক বাধে?

শুটিং চলাকালীন দুই অভিনেত্রীর একটি বিষয়ে মতান্তর শুরু হয়। সেই মতান্তর পৌঁছোয় কথা কাটাকাটিতে।

Advertisement
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:২২
Share:

অনুষ্কা ও প্রিয়ঙ্কার মধ্যে কথা কাটাকাটি! ছবি: সংগৃহীত।

নায়িকাদের মধ্যে কি বন্ধুত্ব হয়? এই আলোচনা প্রায়ই সংবাদের শিরোনামে উঠে আসে। বিশেষত একসঙ্গে কাজ করতে গেলে নাকি তাঁদের মধ্যে তর্কাতর্কি লেগেই থাকে। অনুষ্কা শর্মা ও প্রিয়ঙ্কা চোপড়ারও নাকি এই একই অভিজ্ঞতা রয়েছে।

Advertisement

জ়োয়া আখতারের ‘দিল ধড়কনে দো’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দুই নায়িকা। শুটিং চলাকালীন দুই অভিনেত্রীর একটি বিষয়ে মতান্তর শুরু হয়। সেই মতাম্তর পৌঁছোয় কথা কাটাকাটিতে। অভিনেতা দর্শন কুমারকে নিয়ে নাকি দুই নায়িকার মধ্যে তর্ক বেধে যায়। এই অভিনেতাকে নিয়ে দুই নায়িকার দুই রকমের মত।

‘দিল ধড়কনে দো’ ছবিতে অভিনয়ের আগে ‘এনএইচ ১০’ ছবিতে দর্শনের সঙ্গে অভিনয় করেছিলেন অনুষ্কা। অন্য দিকে ‘মেরি কম’ ছবিতে দর্শনের সঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা। অনুষ্কার মতে, দর্শন কুমার খুব উদ্ধত ধরনের। ভিন্ন মত জানান প্রিয়ঙ্কা। তাঁর মতে, দর্শন খুবই মিষ্টি মানুষ। এই নিয়ে দুই নায়িকার মতান্তর।

Advertisement

দর্শন নিজেই এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, “প্রিয়ঙ্কা ও অনুষ্কার একটি ছবির সেটে দেখা হয়। ওঁরা আমার বিষয়ে কথা বলছিলেন। প্রিয়ঙ্কা বলেছিলেন, দর্শন খুব পরিশ্রমী ও দক্ষ অভিনেতা এবং মিষ্টি মানুষ।”

প্রিয়ঙ্কার কথা শুনে অনুষ্কা নাকি বলেছিলেন, “ওর মতো উদ্ধত মানুষ আমি আর দেখিনি।” দর্শন বলেছেন, “দুই অভিনেত্রীর দুই মত। আসলে আমি ছবিতে চরিত্রের মধ্যে থাকি। ‘এনএইচ ১০’-এ আমার চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তোলার খাতিরে আমি অনুষ্কার সঙ্গে কখনও ভাল আচরণ করিনি। ছবিতে অভিনয় শেষ হওয়ার পরে ওঁর সঙ্গে ভাল ভাবে কথা বলেছিলাম।”

‘এনএইচ ১০’ ছবিতে খলচরিত্রে ছিলেন দর্শন। চরিত্রের মতোই সেটেও তেমনই আচরণ করতেন। তাই তাঁকে অনুষ্কার উদ্ধত মনে হয়েছিল বলে জানান অভিনেতা। বর্তমানে দর্শনকে দেখা যাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’ ছবিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement