বিরাটের এই ব্যাটিং দেখলেনই না অনুষ্কা!

ক্রিজে বিরাট কোহলি ইজ ইক্যুয়াল টু গ্যালারিতে অনুষ্কা শর্মা। এই ইকুয়েশনের সঙ্গে পরিচিত ছিল বিনোদন তথা ক্রিকেট মহল। গত রবিবার মীরপুরের পিচে বিরাটের ধুন্ধুমার ব্যাটিং দেখলেনই না অনুষ্কা!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৪৪
Share:

ক্রিজে বিরাট কোহলি ইজ ইক্যুয়াল টু গ্যালারিতে অনুষ্কা শর্মা। এই ইকুয়েশনের সঙ্গে পরিচিত ছিল বিনোদন তথা ক্রিকেট মহল। গত রবিবার মীরপুরের পিচে বিরাটের ধুন্ধুমার ব্যাটিং দেখলেনই না অনুষ্কা!

Advertisement

কেন জানেন?

কারণ, শুধু বিরাটের ব্যাটিং নয়, অনুষ্কা এখন আর খেলাই দেখেন না। তাঁর খেলা দেখতেই ইচ্ছে করে না! বিরাটের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ক্রিকেট থেকে এতটাই দূরে সরে গিয়েছেন যে, খেলার মাঠে আসা দূরে থাক, টিভিতেও নাকি এখন খেলা দেখেন না তিনি। বিরাটের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়াতে এতটাই আঘাত পেয়েছেন নায়িকা যে স্বেচ্ছায় ক্রিকেটটাই জীবন থেকে বাদ দিয়েছেন!

Advertisement

এর আগে ভারত হারলে একাধিকবার আঙুল উঠেছে অনুষ্কার দিকে। অকারণে সমালোচিত হয়েছেন নায়িকা। সেই সমালোচনাকে প্রকাশ্যে সামলেছেন বিরাট। এমনকী নিজের ক্ষোভ প্রকাশ করতেও পিছ-পা হননি। কিন্তু সেই ছবিটাই এখন একেবারে বদলে গিয়েছে।

চলতি এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরে গ্যালারিতে একদিনও দেখা যায়নি অনুষ্কাকে। মাঠে যখন একের পর এক চার-ছক্কায় ইনিংস সাজাচ্ছেন বিরাট, তখন সে সব থেকে অনেক দূরে তাঁর প্রাক্তন প্রেমিকা। ব্যস্ত নিজের কেরিয়ার নিয়ে। দিনভর ‘সুলতান’-এর শুটিংয়ে নিজেকে ব্যস্ত রাখলেন।

গত শনিবার এশিয়া কাপ টি-টোয়েন্টির ভারত–পাকিস্তানের টানটান উত্তেজনার ম্যাচে যখন ভারতের করুণ অবস্থা, তখন বিরাট এবং যুবরাজ সিংহের ৬৮ রানের পার্টনারশিপ তো ভারতকে জয়ের কাছে পৌঁছে দেয়। অনুষ্কাকে ওই ম্যাচ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি সাফ জানিয়ে দেন, বিরাটকে নিয়ে কোনও প্রশ্নের জবাব জেবে না। আর ক্রিকেট দেখতে এখন আর তাঁর ভাল লাগে না। টিভিতেও ক্রিকেট দেখা নিয়ে আর কোনও আগ্রহ নেই।

বিরাটের সঙ্গেই ক্রিকেটকেও জীবন থেকে একেবারেই ছেঁটে ফেললেন অনুষ্কা।

আরও পড়ুন

গুজব নয়, বিচ্ছেদই হয়ে গেল বিরুষ্কার!

অনুষ্কাকে ফিরে পেতে মরিয়া বিরাট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন