Entertainment News

আমিরের জন্মদিনে কী উপহার দিলেন অনুষ্কা?

মঙ্গলবারই মিস্টার পারফেকসনিস্ট ৫২তম জন্মদিন গেল। ফিল্মি দুনিয়া থেকে অগণিত ভক্ত তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু অভিনেত্রী অনুষ্কা শর্মার উপহার ও শুভেচ্ছাবার্তা আমির খানের জন্মদিনকে একটা অন্য মাত্রা দিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ১৮:১২
Share:

এই ছবি টুইটারে পোস্ট করলেন অনুষ্কা শর্মা।

মঙ্গলবারই মিস্টার পারফেকসনিস্ট ৫২তম জন্মদিন গেল। ফিল্মি দুনিয়া থেকে অগণিত ভক্ত তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু অভিনেত্রী অনুষ্কা শর্মার উপহার ও শুভেচ্ছাবার্তা আমির খানের জন্মদিনকে একটা অন্য মাত্রা দিয়েছে। এক অভিনব উপায়ে মিস্টার পারফেকসনিস্টকে শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা। স্বয়ং আমিরও হয়তো ভাবতে পারেননি তিনি এমন একটা অভিনব উপহার তাঁর জন্য অপেক্ষা করছে!

Advertisement

পিকে ছবিটির কথা মনে আছে তো? ২০১৪-তে বক্স অফিস কাঁপানো ছবি। যেখানে আমির খান ভিন্ গ্রহ থেকে পৃথিবীতে নেমে আসেন। পোশাক-আশাকহীন পিকে-র নগ্ন দেহ ঢাকতে অদ্ভুত পোশাকের কম্বিনেশনে তাঁকে দেখা যায়। স্কার্ট ও কোটের অদ্ভুত কম্বিনেশন দর্শকদের আমোদও দিয়েছিল বেশ।

আমিরের জন্মদিনে ২০১৪-র ছবির সেই দৃশ্যের স্মৃতি উপহার দিলেন অনুষ্কা। এই মুহূর্তে নায়িকা ফিলৌরি নামে একটি ছবিতে ব্যস্ত। ছবিতে শশীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। ব্যস্ততার মধ্যেও আমিরকে জন্মদিনের উপহার দিতে ভোলেননি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমিরের স্কার্ট ও কোট পরা ছবি দিয়ে অনুষ্কা লেখেন, আমাদের এই ম্যাচিং স্কার্ট আপনারা দেখেছেন? আমিরজিকে আমিই পোশাকটি উপহার দিয়েছিলাম। উপহারের কথায় মনে পড়ল আমিরজির জন্মদিন। শুভ জন্মদিন আমিরজি।

Advertisement

ফিলৌরি ছবিতে অনুষ্কা যে স্কার্টটি পরেছেন, পিকে-তে আমিরের স্কার্ট পরা সেই ছবিটি পাশাপাশি রেখে পোস্ট করেছেন নায়িকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement