Entertainment News

জন্মদিনে বিরাট ছাড়াও অন্য ভালবাসার কথা প্রকাশ করলেন অনুষ্কা!

গতকাল মধ্যরাতেই কেক কেটে সেলিব্রেশন শুরু হয়। অনুষ্কাকে কেক খাইয়ে সেলফি তোলেন বিরাট। সে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘হ্যাপি বার্থডে… আমার দেখা সবচেয়ে পজিটিভ এবং সত্ মানুষ। ভালবাসি তোমাকে।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০১৮ ১৮:২৭
Share:

সেলিব্রেশন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

বিয়ের পর প্রথম জন্মদিন। আর তা স্পেশ্যাল তো হবেই। অনুষ্কা শর্মাও ব্যতিক্রম নন। আজ তিনি বার্থ ডে গার্ল। আর সে কারণেই স্পেশ্যাল আয়োজন করেছিলেন বিরাট কোহালি

Advertisement

গতকাল মধ্যরাতেই কেক কেটে সেলিব্রেশন শুরু হয়। অনুষ্কাকে কেক খাইয়ে সেলফি তোলেন বিরাট। সে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘হ্যাপি বার্থডে… আমার দেখা সবচেয়ে পজিটিভ এবং সত্ মানুষ। ভালবাসি তোমাকে।’

তবে জন্মদিনে অনুষ্কার তরফেও সারপ্রাইজ ছিল। তিনি ভক্তদের জন্য ওয়েব মাধ্যমেই শেয়ার করেছেন তাঁর পরিকল্পনা। খোলা চিঠিতে তিনি জানিয়েছেন, পথের পশুদের জন্য মুম্বইয়ের কাছেই তিনি একটি আস্তানা তৈরি করতে চান। এ ভাবেই অবলা প্রাণীদের তিনি সেবা, নিরাপত্তা দিতে চান। এ তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। এই স্বপপূরণের জন্য তিনি সকলের আশীর্বাদ চেয়ে নিয়েছেন।

Advertisement

আরও পড়ুন, ‘বিসর্জন’-এর পর এ বার ‘বিজয়া’র অপেক্ষা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement