অনুষ্কা-বাণী

অনুষ্কা শর্মার হল কী! হঠাৎ কেমন গম্ভীর-গম্ভীর কথায় ভরিয়ে দিচ্ছেন! সদ্য বলেছেন, কেরিয়ারের থেকেও তাঁর কাছে গুরুত্বপূর্ণ, একজন ভাল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা।

Advertisement
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০১:০৩
Share:

অনুষ্কা শর্মার হল কী! হঠাৎ কেমন গম্ভীর-গম্ভীর কথায় ভরিয়ে দিচ্ছেন! সদ্য বলেছেন, কেরিয়ারের থেকেও তাঁর কাছে গুরুত্বপূর্ণ, একজন ভাল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। নিজের খামতিগুলো চিহ্নিত করা। যাতে অজান্তেও কাউকে আঘাত দিয়ে না ফেলেন। বরং তাঁকে যাতে খুশি রাখা যায়। এ দিকে মিডিয়ায় তো তাঁকে নিয়ে তক্কের শেষ নেই। তাতে অনুষ্কার স্পষ্ট জবাব, ‘‘মাথার ওপর ভগবান আছেন, তিনি যখন কঠিন পরিস্থিতিতে ফেলেন, ভাবি, নিশ্চয়ই ভালর জন্যই ফেলেছেন!’’ এর পর শুধু একটাই প্রশ্ন, এই বাণী শুনে বিরাটের কী প্রতিক্রিয়া হল!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement