Entertainment News

ডেবিউয়ের আট বছর পর কেন শাহরুখকে ধন্যবাদ দিলেন অনুষ্কা?

আট বছর। অনুষ্কা শর্মার বলি কেরিয়ারের বয়স। ডাউন মেমরি লেনে হাঁটলে আজ তিনি প্রথম যে মানুষটিকে ধন্যবাদ দিতে চান তাঁর নাম শাহরুখ খান। ২০০৮-এ শাহরুখের বিপরীতে ‘রব নে বনা দি জোড়ি’-র মাধ্যমেই বলিউডে ডেবিউ করেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৬ ১৪:০৫
Share:

আট বছর। অনুষ্কা শর্মার বলি কেরিয়ারের বয়স। ডাউন মেমরি লেনে হাঁটলে আজ তিনি প্রথম যে মানুষটিকে ধন্যবাদ দিতে চান তাঁর নাম শাহরুখ খান। ২০০৮-এ শাহরুখের বিপরীতে ‘রব নে বনা দি জোড়ি’-র মাধ্যমেই বলিউডে ডেবিউ করেছিলেন।
গত সোমবার টুইটারে কিছু পুরনো ছবি শেয়ার করে শাহরুখ লেখেন, ‘রব নে বনা দি জোড়ির মেমরি। অনুষ্কা এবং ক্রিউয়ের বাকি লাভলি লেডিস আর ফুচকা…আমি ভুলতে পারব না।’ উত্তরে অনুষ্কা লেখেন, ‘ধন্যবাদ মেমরি শেয়ার করার জন্য, আর অবশ্যই আমার বেস্ট কো-স্টার হওয়ার জন্য।’ ডেবিউয়ের পর ‘যব তক হ্যায় জান’-এ শাহরুখের সঙ্গে কাজ করেছেন নায়িকা। সব কিছু ঠিক থাকলে ২০১৭-এর ১১ অগস্ট মুক্তি পাবে ইমতিয়াজ আলির পরিচালনায় এই জুটির তৃতীয় ছবি ‘দ্য রিং’।

Advertisement

আরও পড়ুন, সঞ্জয় লালী বনশালীর ‘পদ্মাবতী’তে ঐশ্বর্যা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement