AR Rahman

ধর্মীয় বিভাজন নিয়ে মন্তব্যের মাঝেই ট্রাম্পপত্নী মেলানিয়ার থেকে ডাক পেলেন রহমান

রহমানের মন্তব্যের প্রেক্ষিতে এখন আড়াআড়ি বিভক্ত শিল্পীমহল। এর মাঝে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের থেকে আমন্ত্রণ পেলেন রহমান!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১২:৪০
Share:

ট্রাম্পপত্নীর তরফে আমন্ত্রণ পেলেন রহমান। ছবি: সংগৃহীত।

নিজের মন্তব্যের জেরে বিতর্কে এআর রহমান। গত আট বছরে একাধিক কাজ হারিয়েছেন বলে দিনকয়েক আগে জানিয়েছিলেন তিনি। কাজ হারানোর কারণ হিসাবে ধর্মীয় বিভাজনের প্রসঙ্গও টানেন। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে এখন আড়াআড়ি বিভক্ত শিল্পীমহল। এর মাঝে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের থেকে আমন্ত্রণ পেলেন রহমান!

Advertisement

মেলানিয়ার জীবন নিয়ে তথ্যচিত্র নির্মিত হয়েছে। শুক্রবার বিশ্ব জুড়ে সেই ছবি মুক্তি পেয়েছে। ছবিমুক্তির প্রাক্কালে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে এক তারকাখচিত প্রদর্শনীর আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন রহমানও। ২৯ জানুয়ারি ‘মেলানিয়া’ শীর্ষক তথ্যচিত্রের ওই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ ছাড়াও অতিথিদের তালিকায় ছিলেন নিউ ইয়র্ক সিটির প্রাক্তন মেয়র এরিক অ্যাডামস, মার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স, স্বাস্থ্যসচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র এবং রাজস্বসচিব স্কট বেসেন্টের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা। এমন তারকা ঝলমলে সন্ধ্যায় রহমানের উপস্থিতি অবশ্যই আলাদা মাত্রা যোগ করছে।

এই তথ্যচিত্রটি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় বার রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণের পূর্ববর্তী ২০ দিনের উপর আলোকপাত করে। ট্রাম্পের জীবনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময়ে মেলানিয়া যে ভাবে উপদেষ্টার কাজ করেছেন, তা-ই তুলে ধরা হয়েছে এই ছবিতে। ব্রেট র‍্যাটনার পরিচালিত এবং ফার্নান্দো সুলিচিন এবং মার্ক বেকম্যান প্রযোজিত এই ছবিতে মেলানিয়াকেও এক জন প্রযোজক হিসাবে দেখানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement