AR Rahman

‘ধর্ম পরিবর্তনের সময়ে হিন্দু জ্যোতিষীই রহমান নাম দিয়েছিলেন’, কেন ‘দিলীপ কুমার’ নামটি পছন্দ ছিল না শিল্পীর?

শুধু রহমান নন, তাঁর বাবার মৃত্যুর পরে গোটা পরিবারই ধর্ম পরিবর্তন করেছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৭:১৭
Share:

জন্মসূত্রে পাওয়া নাম পছন্দ ছিল না রহমানের। ছবি: সংগৃহীত।

জন্মেছিলেন হিন্দু পরিবারে। তখন নাম ছিল দিলীপ কুমার। কিন্তু এই হিন্দু নাম একেবারেই পছন্দ ছিল না এআর রহমানের। পরে এক হিন্দু জ্যোতিষীই তাঁকে ‘রহমান’ নাম রাখার পরামর্শ দিয়েছিলেন। এক সাক্ষাৎকারে নিজেই জানান এআর রহমান।

Advertisement

বাবার মৃত্যুর পর থেকে আধ্যাত্মিকতায় মন দেন এআর রহমান। ব্যক্তিগত জীবনেও এসেছিল নানা পরিবর্তন। বাবার মৃত্যুর পরেই ধর্ম পরিবর্তন করেছিলেন তিনি। জন্মসূত্রে পাওয়া নামের সঙ্গে কোনও দিনই নাকি তিনি যোগস্থাপন করতে পারেননি। সাক্ষাৎকারে সুরকার বলেছিলেন, “সত্যিটা হল, আমি জীবনেও আমার নামটা পছন্দ করিনি। ‘দিলীপ কুমার’ নামের প্রতি আমার কোনও অশ্রদ্ধা নেই। কিন্তু আমার ভাবমূর্তির সঙ্গে এই নাম যায় না।”

রহমান জানিয়েছেন, তাঁর বোনের বিয়ের জন্য আলোচনা করতে জ্যোতিষীর কাছে গিয়েছিলেন তাঁর মা। সঙ্গে গিয়েছিলেন রহমান নিজেও। তখনও ধর্মান্তর করেননি তাঁরা। নিজের নাম বদলে ফেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন রহমান। ধর্ম পরিবর্তনের কথাও নিজেই জানিয়েছিলেন তিনি। তখন সেই জ্যোতিষী তাঁকে ‘আবদুল রহমান’ ও ‘আবদুল রহিম’ এই দুটি নামের মধ্যে একটি বেছে নিতে বলেছিলেন। রহমানের কথায়, “আমার রহমান নামটা পছন্দ হয়। ওটাই বেছে নিই। একজন হিন্দু জ্যোতিষীই কিন্তু আমাকে এই মুসলিম নাম দিয়েছিলেন। মা বলেন আমার ‘আল্লারাখা’ নামটি রাখা উচিত। এ ভাবেই আমি এআর রহমান হয়ে উঠি।”

Advertisement

শুধু রহমান নন, তাঁর বাবার মৃত্যুর পরে গোটা পরিবারই ধর্ম পরিবর্তন করেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement