Dhruv Rathee on SRK

‘আপনি এত টাকা দিয়ে কী করবেন?’ সম্পত্তির পরিমাণ নিয়ে হঠাৎ শাহরুখকে কেন তোপ দাগলেন ধ্রুব রাঠী?

শাহরুখ বর্তমানে ১.৪ বিলিয়ন ডলার সম্পত্তির অধিকারী। তাঁর সম্পত্তি নিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেন ধ্রুব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১২:২৪
Share:

শাহরুখকে খোঁচা ধ্রুব রাঠীর। ছবি: সংগৃহীত।

ধ্রুব রাঠীর নিশানায় শাহরুখ খান। সম্প্রতি সারা বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন বলিউডের বাদশা। এত ধনী হওয়া সত্ত্বেও কেন তাঁকে পানমশলার বিজ্ঞাপন করতে হয়? প্রশ্ন তুলেছেন নেটপ্রভাবী ধ্রুব রাঠী।

Advertisement

শাহরুখ বর্তমানে ১.৪ বিলিয়ন ডলার সম্পত্তির অধিকারী। তাঁর সম্পত্তি নিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেন ধ্রুব। সেখানে তিনি বলেন, “শাহরুখ খান এখন বিলিয়নিয়ার। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার। ভারতীয় অর্থে যার পরিমাণ ১২,৪০০ কোটি টাকা। আপনারা ভাবতে পারছেন এই অর্থের পরিমাণ কত হতে পারে? কল্পনাও করা যায় না।”

এই পরিমাণ অর্থ ব্যাঙ্কে থাকলে শাহরুখ কী পরিমাণ সুদ পান, সেই ইঙ্গিতও দিয়েছেন ধ্রুব। পাশাপাশি একটা বছরে শাহরুখ কত খরচ করতে পারেন, সেই আন্দাজও দিয়েছেন তিনি। নেটপ্রভাবী এর পরেই প্রশ্ন তোলেন, “শাহরুখ খানের কাছে আমার একটাই প্রশ্ন। এই পরিমাণ অর্থ কি যথেষ্ট নয়? এই পরিমাণ অর্থ যদি যথেষ্ট হয়েই থাকে, তা হলে পানমশলার মতো কড়া জিনিসের বিজ্ঞাপন করার কী এমন প্রয়োজন?”

Advertisement

সত্যিই কি ১০০-২০০ কোটি টাকার এত প্রয়োজন শাহরুখ খানের? ধ্রুবের প্রশ্ন, “সত্যিই আপনার এত টাকার দরকার? নিজের মনের মধ্যে ঢুকে নিজেকেই প্রশ্ন করুন, এত ধনরাশি দিয়ে আপনি কী করবেন? আরও একটা বিষয় ভাবুন, দেশেরে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা যদি এমন ক্ষতিকর জিনিসের প্রচার বন্ধ করে দেন, তা হলে সমাজের উপর কতটা ভাল প্রভাব পড়বে!”

পানমশলার বিজ্ঞাপন করে একসময় অনুরাগীদেরও কটাক্ষের শিকার হয়েছিলে শাহরুখ খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement