৫৭ বছর বয়সে আবার বাবা হচ্ছেন আরবাজ় খান। ছবি: সংগৃহীত।
৬০ বছরের জন্মদিনে নতুন প্রেমের ঘোষণা করেছিলেন আমির খান। জানিয়েছিলেন তিনি একত্রবাস করছেন ভালবাসার মানুষের সঙ্গে। এ বার ৫৭ বছর বয়সে বাবা হতে চলেছেন আরবাজ় খান। তবে প্রথম বার নয়।
মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের পর, ২০২৩ সালে ২৪ ডিসেম্বর আরবাজ় খান বিয়ে করেন রূপটানশিল্পী সুরা খানকে। দ্বিতীয় বার সুখে সংসার করছেন আরবাজ়। নতুন স্ত্রীকে চোখে হারাচ্ছেন তিনি, এ সব বার বার ধরা পড়েছে ছবিশিকারিদের নজরে। বিয়ের এক বছর পার হতে না হতেই এসেছিল সুখবর। বাবা হতে চলেছেন আরবাজ়। এর আগে মলাইকা অরোরার সঙ্গে একটি সন্তান রয়েছে তাঁর। সেই ছেলের বয়স ২২। সদ্য স্নাতক হয়েছেন আরহান খান। এ বার ৫৭ বছর বয়সে দ্বিতীয় বার বাবা হচ্ছেন তিনি। সবটাই নাকি লুকিয়ে রাখতে চেয়েছিলেন কিন্তু স্ত্রী সুরাই ফাঁস করলেন সত্যিটা?
জল্পনাটা গত বেশ কয়েক দিন ধরেই চলছিল, দ্বিতীয় বার বাবা হতে চলেছেন আরবাজ়। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন আরবাজ়-সুরা। সেখানেই গাড়িতে ওঠার সময় স্ত্রীকে হাত ধরে গাড়িতে তুলে দেন অভিনেতা। তাঁকে বলতে শোনা যায় , “সাবধানে ওঠো।” বাধ্য মেয়ের মতো সুরাও স্বামীর কথা শোনেন। তাঁর দিন দুয়েক বাদে শহরের এক ক্যাফেতে যান সুরা। সেখানেই স্পষ্ট হয়ে যায় সব। শর্টস ও হুডি, তাঁর ফাঁক থেকে দেখা যায় সুরার স্ফীতোদর। এত দিন লুকিয়ে রেখেছিলেন, কিন্তু এ দিন হাসি মুখেই ক্যামেরার সামনে দাঁড়ান আরবাজ়-পত্নী। তবে এখন সন্তান আগমনের বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেননি খানদম্পতি।