Neel-Trina Divorce Rumour

৪ বছরের চুক্তি শেষ! বিচ্ছেদ নীল-তৃণার? আনন্দবাজার অনলাইনকে কী জানালেন অভিনেত্রী

সোমবার থেকে সমাজমাধ্যম উত্তাল, নীল-তৃণার বিয়ে ভাঙছে। এই নিয়ে একাধিক বার তাঁদের বিচ্ছেদের খবর ছড়িয়েছে। প্রকৃত সত্যি কী?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১৭:৫৬
Share:

তৃণা সাহা-নীল ভট্টাচার্যের বিচ্ছেদের খবর ভুয়ো। ছবি: ফেসবুক।

তাঁদের বিয়ে নিয়ে তুমুল মাতামাতি হয়েছিল। সাতপাক ঘোরার পর্ব মিটতে না মিটতেই বিচ্ছেদের খবরে তোলপাড় সমাজমাধ্যম। নীল ভট্টাচার্য-তৃণা সাহার বিয়ে ভাঙছে— নতুন করে এই খবরে সোমবার থেকে ছয়লাপ সমাজমাধ্যমে। একাধিক সংবামাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে। কী বলছেন তৃণা? যা রটছে তাই-ই কি ঘটছে? এ বিষয়ে জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। অভিনেত্রী ব্যস্ত তাঁর নতুন ধারাবাহিক ‘পরশুরাম’-এর শুটিংয়ে। সেখান থেকেই জানিয়েছেন, “এ রকম কিছুই হচ্ছে না। এ বারেও ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। পুরোটাই মিথ্যে।”

Advertisement

সোমবার সকালে হঠাৎ জানা যায়, নীল-তৃণা নাকি চার বছরের বিয়ের চুক্তিতে আবদ্ধ ছিলেন। সেই অনুযায়ী স্থির হয়েছিল, চার বছর তাঁরা একসঙ্গে থাকবেন, লৌকিকতাও করবেন। এ দিকে, বিয়ের ছ’মাসের মধ্যেই নাকি সম্পর্কের অবনতি ঘটে তাঁদের। শোনা যায়, তাঁরা নাকি আলাদা থাকছেন। সেই সময়েও তৃণা আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন, তাঁরা ভাল আছেন। সুখে সংসার করছেন। কোথাও কোনও সমস্যা নেই। কাজের ব্যস্ততার কারণে উভয়কে একসঙ্গে দেখা যাচ্ছে না। এর পরেই নীলের জন্মদিন ধুমধাম করে পালন করতে দেখা যায় তৃণাকে। পুজোয় একসঙ্গে সময় কাটানোর ছবি, ভিডিয়োও দেন। সাময়িক থিতিয়ে যায় গুঞ্জন।

সোমবার থেকে নতুন করে সেই গুঞ্জনের সূত্রপাত। এ বার নাকি আর তাঁরা কিছুতেই মিটমাটে রাজি নন! তৃণার মতোই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিক ‘অমর সঙ্গী’তে নায়কের ভূমিকায় অভিনয় করছেন নীল। তিনিও শুটিংয়ে সমান ভাবে ব্যস্ত। তাঁর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। যদিও তিনি ফোনে সাড়া দেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement