কঙ্গনার নতুন ‘বিএফএফ’ কি রণবীর?

এক দিকে কঙ্গনা-হৃতিকের সম্পর্কে ভাঙন, অন্য দিকে ভাঙন বহুল চর্চিত রণবীর-ক্যাটরিনার সম্পর্কেও। এই দুই ভাঙনের খবরে যখন উত্তাল বি-টাউন, এর মাঝেই নতুন খবর কঙ্গনা আর রণবীর নাকি খুব কাছাকাছি চলে এসেছেন।

Advertisement

স‌ংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৬ ১৭:২৫
Share:

এক দিকে কঙ্গনা-হৃতিকের সম্পর্কে ভাঙন, অন্য দিকে ভাঙন বহুল চর্চিত রণবীর-ক্যাটরিনার সম্পর্কেও। এই দুই ভাঙনের খবরে যখন উত্তাল বি-টাউন, এর মাঝেই নতুন খবর কঙ্গনা আর রণবীর নাকি খুব কাছাকাছি চলে এসেছেন। গভীর হতে শুরু করেছে তাঁদের বন্ধুত্ব। ধীরে ধীরে তাঁদের মধ্যে একে অপরের প্রতি টান বেড়ে চলেছে। যদিও তাঁরা এই সম্পর্ককে আপাতত ‘খুব ভাল বন্ধু’-র তকমাই দিচ্ছেন। শোনা গিয়েছে, সম্প্রতি সইফ আলি খান ও করিনা কপূর খানের একটি পার্টিতে হাজির হয়েছিলেন ‘বরফি’ এবং ‘কুইন’। আর সেখানেই রণবীরের ভেঙে যাওয়া সম্পর্কের ক্ষতে প্রলেপ দিতে দেখা যায় কঙ্গনাকে। যদিও নিন্দুকরা বলছেন, সঞ্জয় দত্তের আপকামিং বায়োপিকে এই দুই তারকা অভিনয় করতে চলেছেন। এই ‘বন্ধুত্ব’ নাকি সেই ছবির প্রচারের কৌশল মাত্র।

Advertisement

আরও পড়ুন, প্রিন্স-কেটের রয়্যাল ডিনারে এই জন্য গেলেন না কঙ্গনা!



Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement