Entertainment News

বিশেষ সম্পর্কে জড়ালেন রণবীর-আলিয়া?

শোনা যাচ্ছে, রণবীর ও আলিয়ার মধ্যে অফস্ক্রিনে নাকি বিশেষ কেমিস্ট্রি তৈরি হয়েছে। আর সেই রসায়ন এতটাই জোরালো যে তা নিয়ে রীতিমতো গসিপ শুরু হয়েছে সিনে মহলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৩
Share:

আলিয়া ভট্ট এবং রণবীর কপূর।

দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফ, মাহিরা খানের পর এ বার কি তবে আলিয়া ভট্ট? হয়তো ভাবছেন, পর পর নায়িকাদের নাম করা হচ্ছে কেন? একটু ভাবলেই বুঝতে পারবেন, এঁদের মধ্যে একটি মিল রয়েছে। বিভিন্ন সময়ে রণবীর কপূরের সঙ্গে এঁদের সম্পর্ক নিয়ে জল্পনা হয়েছে ইন্ডাস্ট্রিতে। সেই তালিকায় নতুন সংযোজন আলিয়া ভট্ট।

Advertisement

শোনা যাচ্ছে, রণবীর ও আলিয়ার মধ্যে অফস্ক্রিনে নাকি বিশেষ কেমিস্ট্রি তৈরি হয়েছে। আর সেই রসায়ন এতটাই জোরালো যে তা নিয়ে রীতিমতো গসিপ শুরু হয়েছে সিনে মহলে।

কিন্তু এ হেন গসিপের উত্পত্তি কোথায়? এই মুহূর্তে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করছেন রণবীর এবং আলিয়া। ‘স্পটবয়ই’-এর খবর অনুযায়ী, সেই ছবির শুটিংয়ে গিয়েই নাকি একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছেন রণবীর এবং আলিয়া! সেই সম্পর্ক বন্ধুত্ব বা কলিগের তুলনায় কিছুটা বেশি।

Advertisement

আরও পড়ুন, ‘শট রেডি, ডাকতে আসবে, কিন্তু উঠব না, এ ভাবেই মরতে চাই’

ওই ওয়েবসাইটে প্রকাশ, গত বুধবার রাত ১১টা নাগাদ আলিয়াকে বাড়িতে ড্রপ করতে যান রণবীর। ফের পরদিন সকালেই শুটিংয়ে যাওয়ার জন্য নায়িকাকে বাড়ি থেকে আনতে যান তিনি। এ সব দেখেই বি-টাউনে এই নয়া সম্পর্কের সমীকরণ নিয়ে গসিপ শুরু হয়েছে।

আরও পড়ুন, আপনার স্বামীর নাম? উত্তর দিলেন কাঞ্চনা

তবে এখনও পর্যন্ত এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি আলিয়া বা রণবীর কেউই। তবে কোনও কোনও মহলের ধারণা, ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং শেষ হলেই এই গসিপ শেষ হয়ে যাবে। সত্যিই কি তাই? উত্তর পাওয়ার জন্য কিছুটা সময়ের অপেক্ষা।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement