Post Makeup Skin Care

পার্টি, হুল্লোড়ে দীর্ঘ সময় মুখে মেকআপ থেকে যাচ্ছে? সামান্য ভুলেই ত্বকের বারোটা বাজতে পারে

উৎসবের দিনে সাজগোজ করতেই হবে। তবে মেকআপ করার পরে ত্বক ভাল রাখতে কোন যত্ন জরুরি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:১১
Share:

ফেসওয়াশ দিয়ে মুখ ধুলেই মেকআপ ওঠে না। মেকআপ করার পরে কী ভাবে তা তুলবেন এবং যত্ন নেবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

বড়দিন, বর্ষশেষ তার পরে বর্ষবরণ। ডিসেম্বরের শেষ সপ্তাহ মানেই উৎসবের শুরু। পার্টি, হুল্লোড়, রাত জাগা, ঘোরা— এই সবেই দিন কাটে। তবে অনিয়ম হলে যেমন শরীর ক্লান্ত হতে পারে, তেমনই ত্বকও হতে পারে নিষ্প্রাণ। বিশেষত উৎসবের মরসুমে সাজগোজে বাহুল্য থাকেই। ফাউন্ডেশন, আইশ্যাডো, ব্লাশ, লিপস্টিকের পরত যত দীর্ঘ সময় মুখে লেগে থাকবে, ততই ত্বকের ক্ষতি। একদিন যেতে না যেতেই দেখা দিতে পারে ব্রণ, ফুস্কুড়ি। তা ছাড়া ত্বকও হয়ে পড়তে পারে রুক্ষ। তখন যতই মেকআপ করা হোক না কেন, সেই জেল্লা ফিরবে না।

Advertisement

উৎসবের দিনে সাজগোজ করতেই হবে। তবে মেকআপ করার পরে ত্বক ভাল রাখতে কোন যত্ন জরুরি?

রূপচর্চাশিল্পীরা বলছেন, মেকআপ ব্যবহার দেখতে সুন্দর দেখালেও তা ত্বকের ক্ষতি করতে পারে। বিশেষত লম্বা সময় মেকআপ থাকলে ত্বকের রন্ধ্রমুখ বন্ধ হয়ে যায়।তা ছাড়া, ত্বক রুক্ষ হয়ে পড়তে পারে। মেকআপের রাসায়নিক থেকে ত্বকের ক্ষতি হতে পারে। তাই অনুষ্ঠান মিটলেই খুব ভাল করে মেকআপ তোলা জরুরি।

Advertisement

মেকআপ তোলার পদ্ধতি

জল দিয়ে ধুলে বা শুধু ফেসওয়াশ ব্যবহার করলেই মুখ পরিষ্কার হয় না। বিশেষত এখনকার মেকআপের ফর্মুলা এমন হয়, যা দীর্ঘ সময় ত্বকে একইরকম থাকবে। তাই তা তোলা সহজ কথা নয়।

প্রথম ধাপ: প্রথমেই ব্যবহার করুন মাইসেলার ওয়াটার বা নারকেল তেল। তুলোর সাহায্য মাইসেলার ওয়াটার নিয়ে চোখ-মুখের মেকআপ ভাল করে তুলে ফেলুন। একবারে না উঠলে ২-৩ বার তা ব্যবহার করুন। নারকেল তেল বা মেকআপ রিমুভারও ব্যবহার করা যায়। ত্বকের ধরন রুক্ষ হলে তেল বেস্‌ড মেকআপ রিমুভার বেছে নিতে পারেন।

দ্বিতীয় ধাপ: এই ধাপে দরকার ক্লিনজ়িং। ত্বকের উপযোগী কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ভাল করে পরিষ্কার করে নিন। এর পরেও মেকআপের অংশবিশেষে ত্বকে রয়ে যেতে পারে। সেই জন্য দরকার তৃতীয় ধাপ।

তৃতীয় ধাপ: এক্সফোলিয়েশন ত্বক থেকে মৃত কোষ ঝরিয়ে দিতে এবং তেল-ময়লা খুব ভাল করে পরিষ্কার করতে সাহায্য করে। মৃদু কোনও এক্সফোলিয়েটর বা স্ক্রাব ব্যবহার করা যেতে পারে।

যত্নের বিবিধ ধাপ

টোনার: বার বার মুখ ধোয়ার ফলে ত্বকের অম্ল-ক্ষার বা পিএইচ মাত্রা নষ্ট হতে পারে। এই জন্য দরকার টোনার। ত্বকে যদি ময়লা থাকে তা টোনার বার করে দেবে, একইসঙ্গে পিএইচের মাত্রা ঠিক রাখবে।

সিরাম: ত্বকের জেল্লা বজায় রাখতে হলে যত্ন নেওয়া জরুরি। সেই কাজটি করবে সিরাম। শুষ্ক ত্বক, ব্রণপ্রবণ ত্বক, তৈলাক্ত ত্বক, কালচে ত্বক, বলিরেখা— আলাদা সমস্যার জন্য আলাদা সিরাম।বলিরেখা পড়লে বা রুক্ষ ত্বকের জন্য দরকার ভিটামিন সি বা হায়ালুরোনিক অ্যাসিড। ব্রণের জন্য নায়াসিনামাইড ভাল। রেটিনয়েড মুখে বার্ধক্যের ছাপ পড়া আটকায়।

ময়েশ্চারাইজ়ার: সিরাম ব্যবহারের মিনিট পাঁচেক পর মাখতে হবে ময়েশ্চারাইজ়ার। খুব বেশি রুক্ষ ত্বকের জন্য একটু মোটা ময়েশ্চারাইজ়ার বা ক্রিম জাতীয় ময়েশ্চারাইজ়ার হলে ভাল হয়। ত্বকের ধরন এবং মরসুম অনুযায়ী ময়েশ্চারাইজ়ার মাখা দরকার।

মেকআপ করার পর সেটি সময়মতো ভাল করে পরিষ্কার করে বাকি ধাপ অনুসরণ করলে ত্বক সহজে নষ্ট হবে না। বরং নিয়ম করে পরিচর্যা বাড়িয়ে দেবে ত্বকের জেল্লা।একই সঙ্গে মনে রাখা দরকার, দিনের বেলা বেরোতে হলে সানস্ক্রিন আবশ্যিক। এমনকি দিনে না বেরোলেও সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। দিনে তাই সানস্ক্রিনের বর্ম খুব জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement