Arijit Singh Fees

দেশি-বিদেশি সব গায়ককে ছাপিয়ে গেলেন অরিজিৎ! মাত্র ২ ঘণ্টার জন্য গাইতে কত কোটি পারিশ্রমিক নিচ্ছেন গায়ক?

অরিজিৎ সিংহকে অনুসরণ করেন প্রায় ১৪০ মিলিয়ন অনুরাগী। এ বার পারিশ্রমিকের প্রশ্নেও নাকি সকলকে পিছনে ফেলে এক নম্বরে তিনি

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১১:৫৭
Share:

অরিজিৎ সিংহ ছবি: সংগৃহীত।

অরিজিৎ সিংহের অনুষ্ঠান মানেই মানুষের উপচে পড়া মানুষের ভিড়। তাঁর গানের মূর্ছনায় মুহূর্তে ভাসেন অনুরাগীরা। তাঁর গান যেমন আনন্দ দেয়, তেমনই অবলীলায় আবেগে ভাসাতে পারে।

Advertisement

বিশ্বমানের শিল্পী, জগৎজোড়া খ্যাতি। তবু থাকেন মাটির কাছাকাছি। শিকড়ের টানে মুম্বই ছেড়ে আসেন জন্মভিটে জিয়াগঞ্জে। সেখানেই দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার। তিনি অরিজিৎ সিংহ। সাফল্য ও অর্থ নাকি মানুষের মাথা ঘুরিয়ে দেয়। কিন্তু সেখানেই সকলের থেকে আলাদা অরিজিৎ। তাঁকে নিয়ে এমনটাই দাবি করেছেন সমসাময়িকরা। অর্থ, প্রতিপত্তি কম নেই, কিন্তু দেখনদারি নেই অরিজিতের। বছরকয়েক আগে একটি গান শোনার অ্যাপে বিদেশি খ্যাতনামী গায়ক-গায়িকাদের পিছনে ফেলে দিয়েছিলেন। তাঁকে অনুসরণ করেন প্রায় ১৪০ মিলিয়ন অনুরাগী। এ বার পারিশ্রমিকের প্রশ্নেও নাকি সকলকে পিছনে ফেলে এক নম্বরে তিনি। মাত্র ২ ঘণ্টার জন্য গাইতে অরিজিত নিচ্ছেন কত কোটি?

খুব শীঘ্রই নিজের ইউরোপ সফর শুরু করবেন গায়ক। ব্রিটেনের ঐতিহ্যবাহী টোটেনহাম হটসপুর স্টেডিয়ামে গাইবেন। এর আগে ২০২৪ সালে ব্রিটেনে অনুষ্ঠান করতে যান, সেই সময় অরিজিতের সঙ্গে যুগলবন্দি করেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। তার পর গায়ক সোজা চলে আসেন অরিজিতের বাড়িতে। দু’জনে মিলে একটি গানে কোলাবও করেছেন। এ বার ফের ব্রিটেনে অনুষ্ঠান। শোনা যাচ্ছে দু’ঘণ্টার অনুষ্ঠানে তিনি নেবেন ১৪ কোটি টাকা। যার ফলে অরিজিৎ অন্য সব গায়কের লাইভ অনুষ্ঠানের দিক থেকে সকলকে ছাপিয়ে গিয়েছেন। জিয়গঞ্জের বাড়ি ছাড়া নাভি মুম্বইয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট আছে তাঁর এ ছাড়াও প্রায় ৩ কোটির গাড়ি রয়েছে। যদিও অধিকাংশ সময় স্কুটি করেই ঘুরতে দেখা যায় তাঁকে। পোশাকেও নেই কোনও বাহুল্য। মাটির কাছাকাছি থাকতেই ভালবাসেন গায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement